Advertisement
E-Paper

কাস্টমসের বিরুদ্ধে আজ গুরবিন্দর

ভুলত্রুটি শুধরে নিতেই স্বাধীনতা দিবসের বিকেলে লাল-হলুদ শিবিরের প্রধান প্রবেশদ্বার বন্ধ করেই অনুশীলন করালেন ইস্টবেঙ্গল কোচ খালিদ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৭ ০২:১৪

প্রথম ম্যাচে রেনবোকে ৪-১ হারিয়ে কলকাতা লিগ শুরু করেছেন তিনি। কিন্তু তার পরেও স্বস্তিতে নেই ইস্টবেঙ্গল কোচ খালিদ জামিল।

প্রথম ম্যাচের পরেই লাল-হলুদ শিবিরের মাঝমাঠ এবং রক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। সমর্থকরাও সন্তুষ্ট নন উইলিস প্লাজা, মহম্মদ আল-আমনার ফর্ম নিয়ে। এই পরিস্থিতিতেই বুধবার ইস্টবেঙ্গলের সামনে কাস্টমস। আর সেই ম্যাচ থেকেই ভুল-ত্রুটি শুধরে নিতে মরিয়া ইস্টবেঙ্গলের মুম্বইকর কোচ খালিদ জামিল।

আমনাদের কোচ বলছেন, ‘‘কোনও টিমকেই সহজ ভাবে নেওয়ার প্রশ্ন নেই। কলকাতা লিগে সবদলই সমান শক্তিশালী। প্রথম ম্যাচের পর তিন দিন বিশ্রাম পেয়েছে ছেলেরা। রেনবোর বিরুদ্ধে য়ে ভুলত্রুটি হয়েছে তা শুধরে নেওয়ার .যথেষ্ট সুযোগ পাওয়া গিয়েছে।’’

ভুলত্রুটি শুধরে নিতেই স্বাধীনতা দিবসের বিকেলে লাল-হলুদ শিবিরের প্রধান প্রবেশদ্বার বন্ধ করেই অনুশীলন করালেন ইস্টবেঙ্গল কোচ খালিদ। প্রতিপক্ষ কাস্টমস হলেও বিপক্ষের জন্য কী ঘুঁটি সাজাচ্ছেন তা পারতপক্ষে প্রচারমাধ্যমকে জানতে দেবেন না। এমনটাই মনোভাব তাঁর। গোঁদের উপর বিষফোঁড়ার মতো প্রথম ম্যাচের ভারতীয় শিবিরে চলে গিয়েছেন অর্ণব মণ্ডল, মহম্মদ রফিক-সহ চার ফুটবলার। যাঁদের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে পাবেন না ইস্টবেঙ্গল কোচ। তাই কাস্টমসের বিরুদ্ধে প্রথম দলে বেশ কিছু পরিবর্তনও আনতে চলেছেন ইস্টবেঙ্গল কোচ।

আরও পড়ুন: সেরা উয়েফা প্লেয়ারের তালিকায় মেসি, রোনাল্ডোর সঙ্গে কে?

যে সূত্র মেনে প্রথম দলে আসার সম্ভাবনা গুরবিন্দর সিংহ, রিচার্ড কোস্তারা। সরাসরি নাম না করলেও ইস্টবেঙ্গল কোচ নিজেও স্বীকার করছেন সে কথা। ‘‘ফুটবলারদের চোট-আঘাত, জাতীয় শিবিরে ডাক আসবেই। এ সব নিয়েই চলতে হবে। আমাদের দলে প্রত্যেক ফুটবলারের বিকল্প রয়েছে। প্রত্যেককেই সুযোগ দিতে চাই। সুতরাং যারা রয়েছে তাদের নিয়েই এগোতে হবে।’’

এ দিন ইস্টবেঙ্গল অনুশীলনে নতুন কম্বিনেশন ঝালিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে দুই সাইডব্যাক চুলোভা এবং সামাদের ওভারল্যাপে যাওয়া নিয়েও অনেকটা সময় ব্যয় করেন খালিদ। যা প্রথম ম্যাচে একে বারেই ঠিকঠাক হয়নি।

তাঁদের জন্য ইস্টবেঙ্গল এতটা প্রস্তুতি নিচ্ছে জেনে আবার হাসছেন কাস্টমস কোচ রাজীব দে। টিএফএ-র প্রথম ব্যাচের ছাত্র রাজীব জানালেন, প্রথম ম্যাচে পিয়ারলেসের বিরুদ্ধে ০-১ হারলেও, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তিন পয়েন্ট তুলতেই মাঠে নামবেন তাঁরা। ইস্টবেঙ্গলকে সমীহ করলেও কাস্টমস কোচ বলছেন, ‘‘প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ ম্যাচ ফিট বলে মনে হল না। মাঝমাঠও বেশ কিছু ভুল করেছে। আমরা সেই জায়গাতেই ধাক্কাটা দেওয়ার চেষ্টা করব।’’

এ বার প্রিমিয়ার ডিভিশনে উঠলেও ইস্টবেঙ্গল ম্যাচে তিন বিদেশি স্যামুয়েল, জন এবং জোসেফকে নিয়েই মাঠে নামবে কাস্টমস। এ ছাড়াও বড় দল ফেরৎ প্রিয়ন্ত সিংহ, উজ্জ্বল হাওলাদার, সুমন দত্তরাও রয়েছেন। যদিও ইস্টবেঙ্গল কোচ খালিদ জামিলআশাবাদী, প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচে আরও নিখুঁত ইস্টবেঙ্গলকে দেখা যাবে।

বুধবার: কলকাতা প্রিমিয়ার লিগ: ইস্টবেঙ্গল-কাস্টমস (ইস্টবেঙ্গল, ৩-০০)। সরাসরি সম্প্রচার কলকাতা টিভিতে।

East Bengal Customs CFL CFL 2017 Football IFA ইস্টবেঙ্গল
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy