আজ শেষ ম্যাচে জিতলেই জাতীয় টি-টোয়েন্টির খেতাব হাতে উঠবে পূর্বাঞ্চলের। এমনিতেই তিন ম্যাচে জিতে চ্যাম্পিয়নশিপের একেবারে কাছাকাছি চলে গিয়েছে। শনিবার পূর্ব -পশ্চিমের লড়াইয়ে চতুর্থ জয় পেলে অপরাজিত চ্যাম্পিয়ন হবে মনোজ তিওয়ারির দল। টানা তিন ম্যাচে জয়ের পর আত্মবিশ্বাসী অধিনায়ক মনোজ বললেন, ‘‘পুরো দলটাই দারুণ খেলছে। তাই প্রথম দলের তিন জন নির্ভরযোগ্য ক্রিকেটার দুটো ম্যাচ খেলে বেরিয়ে যাওয়া সত্ত্বেও আমরা অসাধারণ ফর্মে আছি।’’ আপাতত ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে পূর্বাঞ্চল। আট পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে মধ্যাঞ্চল। যেটুকু লড়াই এই দুই দলের মধ্যেই। শনিবার পূর্বাঞ্চল জিতলে তারা মধ্যাঞ্চলের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। আর মনোজরা যদি হারেন, তা হলে মধ্যাঞ্চলের একটা সুযোগ থাকবে বটে, কিন্তু চ্যাম্পিয়ন হতে হলে তাদের বিশাল ব্যবধানে দক্ষিণাঞ্চলকে হারাতে হবে। যা নিয়ে মনোজ বলছেন, ‘‘আমরা যে ছন্দে রয়েছি, তাতে আমাদের হারা উচিত নয়। এখানে তিনটে ম্যাচেই আমরা টস জিতেছি। কালও টস জিতলে ভাল। না জিতলেও মনে হয় না হারব।’’