এ রাজ্যে বিদ্যুৎ উদ্বৃত্ত। কিন্তু অক্টোবরে যুবভারতী ক্রীড়াঙ্গনে অনূর্ধ্ব সতেরোর যুব বিশ্বকাপে ফ্লাড লাইট জ্বালাতে ব্যবহার করা হবে জেনারেটর। গ্রিডের বিদ্যুৎ নেওয়াই হবে না খেলার সময়ে। এমনই নির্দেশ দিয়েছে ফিফা। এমনকী, অনুশীলনের সময়েও বিদ্যুৎ সরবরাহ করা হবে জেনারেটরের মাধ্যমেই।
ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা জানিয়ে দিয়েছে, শুধু খেলা চলাকালীনই নয়, খেলার এক ঘণ্টা আগে থেকেই জেনারেটর চলবে এবং তা চলতে থাকবে ম্যাচ শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত। কারণ, যুবভারতী ক্রীড়াঙ্গনের বিদ্যুৎ সরবরাহের উপরে আস্থা রাখতে পারেনি ফিফা।
কারণটা যুবভারতীর ইতিহাস। বছর কয়েক আগে ভারত-জাপান ম্যাচ চলছিল সেখানে। জাপানের কোচ ছিলেন জিকো। সেই খেলা চলার সময়ে হঠাৎ অন্ধকারে ডুবে যায় মাঠ। ২৯ মিনিট খেলা বন্ধ ছিল। এখানেই শেষ নয়। ডার্বি ম্যাচেও দু’বার খেলা চলার সময়ে যুবভারতীর আলো চলে গিয়েছিল। খেলা বন্ধ রাখতে হয়েছিল বেশ কয়েক মিনিট। এমনকী, সম্প্রতি লিওনেল মেসির সাংবাদিক বৈঠকের সময়েও আলো নিভে গিয়ে চরম অস্বস্তিতে পড়তে হয়েছিল রাজ্যের ক্রীড়া দফতরকে। জবাবদিহি করতে হয় রাজ্যের বিদ্যুৎ দফতরকেও।