Advertisement
২০ মে ২০২৪
India is in advantage

তৃতীয় দিনের শেষে স্পিনের দাপটে ভাল জায়গায় ভারত

শুরুটা ভাল না হলেও ভারতীয় দলের হাল ধরলেন সেই স্পিনাররাই। যে স্পিনে ভরসা করেই ঘরের মাঠে দীর্ঘ টেস্ট সিরিজ খেলতে নেমেছেন বিরাট কোহালিরা। প্রথম টেস্টেই তার প্রমাণ পাওয়া গেল। প্রথম ইনংসে ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারেননি রাহুল কোহালিরা।

তৃতীয় দিনের শেষে ক্রিজে রয়েছেন মুরলী বিজয় ও চেতেশ্বর পূজারা। ছবি: এএফপি।

তৃতীয় দিনের শেষে ক্রিজে রয়েছেন মুরলী বিজয় ও চেতেশ্বর পূজারা। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৬ ১৮:০৮
Share: Save:

ভারত বনাম নিউজিল্যান্ড (৪৭ ওভার)

ভারত ৩১৮/১০ ও ১৫৯/১ (দ্বিতীয় ইনিংস)

নিউজিল্যান্ড ২৬২/১০

শুরুটা ভাল না হলেও ভারতীয় দলের হাল ধরলেন সেই স্পিনাররাই। যে স্পিনে ভরসা করেই ঘরের মাঠে দীর্ঘ টেস্ট সিরিজ খেলতে নেমেছেন বিরাট কোহালিরা। প্রথম টেস্টেই তার প্রমাণ পাওয়া গেল। প্রথম ইনংসে ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারেননি রাহুল কোহালিরা। যার ফল ৩১৮ রানেই গুটিয়ে গিয়েছিল ভারতের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে অবশ্য ততটাই সমস্যায় পড়লেন গাপ্তিল, উইলিয়ামসনরা। যদিও অধিনায়ক উইলিয়ামসনের ব্যাট থেকে এল ৭৫ রান। আউট হলেন অশ্বিনের বলে। তার পর দিনের কাহিনী লিখে ফেললেন অশ্বিন, জাদেজা।

এক ইনিংসে ছ’জন আউট হলেন লেগ বিফোর উইকেটে। অশ্বিনের চার ও জাদেজার পাঁচ উইকেটেই ২৬২ রানে শেষ হয়ে গেল কিউইদের ইনিংস। অশ্বিনের স্পিনের শিকার হলেন লাথাম (৫৮), উইলিয়ামসন (৭৫), সাঁতনার (৩২)। ওয়াটলিং অশ্বিনের বলেই তাঁকেই ক্যাচ তুলে দিলেন ২১ রান করে। জাদেজার বলে ধরাশায়ী হলেন টেলর। খাতা খোলার সুযোগই পেলেন না তিনি। ৩৮ রান করে জাদেজার শিকার রোচি। এর পর আর কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারলেন না। ক্রেগ, সোধি, বাউল্টকে পর পর প্যাভেলিয়নে পাঠালেন জাদেজা। তিন জন আউট হলেন কোনও রান না করেই।

উইকেট নেওয়ার পর অশ্বিনের উচ্ছ্বাস। ছবি: এএফপি।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে ভাল জায়গায় ভারত। ১৫৯/১ এ শেষ হল দিন। প্রথম ইনিংসে্র মতোই ওপেন করতে নেমেছিলেন লোকেশ রাহুল ও মুরলী বিজয়। লোকেশ এদিনই দলকে ভরসা দিতে ব্যর্থ। প্রথম ইনিংসে ৩২ রানের পর দ্বিতীয় ইনিংসে ৩৮ রান করে সোধির বলে টেলরকে ক্যাচ দিয়ে ফিরলেন প্যাভেলিয়নে। এর পর ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন মুরলী বিজয় ও চেতেশ্বর পূজারা। প্রথম ইনিংসেওরাহুল আউট হওয়ার পর ভারতের ব্যাটিংয়ে একটা ভাল জায়গায় নিয়ে গিয়েছিল এই দু’জনের হাফ সেঞ্চুরি। কিন্তু উইকেটে টিকে থাকতে পারেননি। দ্বিতীয় ইনিংসেও ভরসার কেন্দ্রে তাঁরাই। তৃতীয় দিনের শেষে ৬৪ রান করে ক্রিজে রয়েছেন মুরলী বিজয় ও ৫০ রান করে রয়েছেন চেতেশ্বর পূজারা। চতুর্থ দিনের শুরু থেকেই বড় রানের লক্ষ্যে নামতে হবে দুই ব্যাটসম্যানকে সঙ্গে টিকে থাকতে হবে ক্রিজে। এই মুহূর্তে গুরুদায়িত্ব তাঁদেরই কাঁধে। ভারতকে বড় রানে পৌঁছে দিতে দায়িত্ব নিতে হবে পূজারা-বিজয়কেই।

বোলাররা তাঁদের কাজ করে দিয়েছেন। এ বার দায়িত্ব ব্যাটসম্যানদের। হাতে রয়েছে আর দু’দিন। সঙ্গে রয়েছে বৃষ্টির ভ্রুকুটিও। দ্বিতীয়দিন বৃষ্টি ভারতের পক্ষেই গিয়েছিল। যদিও আজ বোলাররা প্রমাণ করে দিয়েছেন বৃষ্টি নয় তাঁরাই যথেষ্ট প্রতিপক্ষের জন্য।

আরও খবর

কোহালির কানপুরে দাপাচ্ছেন এখন অন্য বিরাট

অসুর নিধনের পৌরাণিকগাথা আনন্দ উৎসবে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India New Zealand Test Series
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE