Advertisement
E-Paper

অ্যালেক্স হেলের ব্যাটে নতুন ওয়ান ডে রেকর্ড ইংল্যান্ডের

ট্রেন্ট ব্রিজে লেখা হল ওয়ান ডের নতুন ইতিহাস। পাকিস্তানের বিরুদ্ধে ৪৪৪ রান করে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড করে ফেলল ইংল্যান্ড। আর এই যাত্রা পথের কাণ্ডারী অবস্যই অ্যালেক্স হেলস। তাঁর ১৭১ রানের ব্যক্তিগত ইনিংসে ভর করেই বাজিমাত ইংল্যান্ডের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৬ ২৩:০৭
জেসন রয়। ছবি: এএফপি।

জেসন রয়। ছবি: এএফপি।

ট্রেন্ট ব্রিজে লেখা হল ওয়ান ডের নতুন ইতিহাস। পাকিস্তানের বিরুদ্ধে ৪৪৪ রান করে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড করে ফেলল ইংল্যান্ড। আর এই যাত্রা পথের কাণ্ডারী অবস্যই অ্যালেক্স হেলস। তাঁর ১৭১ রানের ব্যক্তিগত ইনিংসে ভর করেই বাজিমাত ইংল্যান্ডের।

পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে মঙ্গলবার তিন উইকেট হারিয়ে ৪৪৪ রান তোলেন ব্রিটিশরা। আগের রেকর্ড ছিল শ্রীলঙ্কার দখলে। ২০০৬ সালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ন’উইকেটে ৪৪৩ রান করেছিল শ্রীলঙ্কা।

টস জিতে এদিন ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। ওপেন করতে এসে শুরুতেই মাত্র ১৫ রান করে প্যাভেলিয়নে ফিরে যান জেসন রয়। আর এক ওপেনার হেলস তখন দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। তাঁর এই ১২২ বলে ১৭১ রানের ইনিংস সাজানো ছিল ২২টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারিতে।

তাঁকে যোগ্য সঙ্গত করে যান জো রুট। যাঁর অবদান ৮৬ বলে ৮৫ রান। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে ততক্ষণে ভাল জায়গায় পৌঁছে গিয়েছিল ইংল্যান্ড। বাকি কাজটি করে যান জোস বাটলার ইয়ন মর্গ্যান। ৫১ বলে ৯০ ও ২৭ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন বাটলার ও মর্গ্যান।

আরও খবর

টি২০ র‌্যাঙ্কিংয়ে উত্থান লোকেশ, বুমরাহর

England Alex hales Pakistan One Day
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy