ইংল্যান্ড ড্রেসিংরুমে কেউ গাইছেন, কেউ নাচছেন, কেউ গিটার বাজাচ্ছেন।
সেই ১৯৬৩ সালের পরে বিদেশে এই প্রথম টেস্ট সিরিজ ৩-০ ফলে জিতল ইংল্যান্ড। তাও এশিয়ার মাটি থেকে। ফলে ইংল্যান্ডের খুশিটা একটু মাত্রাছাড়া হওয়াই স্বাভাবিক। দুবাইয়ে ইয়াসিরের সাফল্যের দিনে কলম্বোয় ইংল্যান্ডকে জেতালেন সেই স্পিনাররাই। চারটে করে উইকেট নিলেন অফস্পিনার মইন আলি এবং বাঁ হাতি স্পিনার জ্যাক লিচ। শ্রীলঙ্কা হেরে গেল ৪২ রানে।
শেষ দিনে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ছয় উইকেট। কিন্তু মরিয়া লড়াই চালিয়ে যান শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। কুশল মেন্ডিস করেন ৮৬, রোশন সিলভা ৬৫। আর এগারো নম্বরে নেমে মালিন্দা পুষ্পকুমার ৪০ বলে ৪২ করে অপরাজিত থেকে যান। সুরঙ্গ লাকমলকে এলবিডব্লিউ করে শেষ উইকেটটি তুলে নেন লিচই। জয়ের জন্য ৩২৭ রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা থেমে যায় ২৮৪ রানে।