একের পর এক গাড়ির সংঘর্ষ মা উড়ালপুলে। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে। মা উড়ালপুলে একটি গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টো দিকের লেনে চলে আসে। উল্টো দিকের লেনে এসে অন্য একটি গাড়িতে ধাক্কা মারে সেটি। পরে সেই গাড়িতে ধাক্কা খায় একটি বাইক। জানা যাচ্ছে, দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাইক আরোহী। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনা পর ওই গাড়ির চালকের কোনও সন্ধান পাওয়া যায়নি বলেই দাবি আশপাশের অন্য গাড়ির চালকদের। তাঁদের অনুমান, ওই গাড়ির চালক দুর্ঘটনার পরক্ষণেই সুযোগ বুঝে পালিয়ে গিয়েছেন। দুর্ঘটনার পরে বাইক আরোহীকে রাস্তার উপরে প্রায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কিছু ক্ষণ পরে অ্যাম্বুলেন্স আসে ঘটনাস্থলে। ওই বাইক আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মা উড়ালপুলে গাড়ি চলাচলের সময়ে গতির ঊর্ধ্বসীমা নির্দিষ্ট করা রয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গাড়িটি বেশ জোরেই আসছিল। দুর্ঘটনার অভিঘাতে ওই গাড়িটির অনেকটা অংশ দুমড়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের অনুমান, ওই গাড়ির চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন:
গত সেপ্টেম্বরেও মা উড়ালপুলে পর পর গাড়ির সংঘর্ষ হয়। পর পর তিনটি গাড়িতে ধাক্কা মারে একটি গাড়ি। সেই ঘটনার কয়েক মাস পরে ফের দুর্ঘটনা ঘটল মা উড়ালপুলে। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনার জেরে মা উড়ালপুলে বেশ কিছু ক্ষণের জন্য যানজট তৈরি হয়। যদিও পরে আবার যান চলাচল স্বাভাবিক হয়।