Advertisement
E-Paper

খসড়া ভোটার তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের। যুবভারতী কেলেঙ্কারির তদন্তের। আইপিএল নিলাম, আর কী

সই করে এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন এমন সব ভোটারের নাম থাকবে খসড়া তালিকায়। সেই অনুযায়ী আজ ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ ভোটারের নাম থাকবে খসড়া তালিকায়। আজ বিকেলে সাংবাদিক বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৫

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনের এনুমারেশন পর্ব শেষ করেছে নির্বাচন কমিশন। আজ তারা খসড়া তালিকা প্রকাশ করবে। তবে খসড়া তালিকা প্রকাশের নির্দিষ্ট কোনও সময়সীমা জানায়নি কমিশন। তাদের সূত্রের দাবি, দুপুরের মধ্যে তালিকা প্রকাশ হতে পারে। কমিশন জানিয়েছে, সই করে এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন এমন সব ভোটারের নাম থাকবে খসড়া তালিকায়। সেই অনুযায়ী আজ ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ ভোটারের নাম থাকবে খসড়া তালিকায়। খসড়া প্রকাশের আগে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম বাদ হয়েছে। তাঁদের নাম খসড়া তালিকায় থাকবে না। অন্য দিকে, খসড়া তালিকায় নাম উঠলেই তা চূড়ান্ত হিসাবে ধরে নেওয়া যাবে না। সন্দেহভাজন ভোটারদের শুনানি করবে কমিশন। তালিকা প্রকাশের পরে বিকেলে সাংবাদিক বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। তিনি কী জানান আজ সে দিকেও নজর থাকবে।

সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে ভাঙচুরকারীদের চিহ্নিত করার কাজ চলছে। সোমবার দুপুর পর্যন্ত ভাঙচুরের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা হলেন বাসুদেব দাস, সঞ্জয় দাস, অভিজিৎ দাস, গৌরব বসু এবং শুভ্রপ্রতিম দে। তাঁদের সোমবার বিধাননগর মহকুমা আদালতে হাজির করানো হয়। সকলকে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। সূত্রে খবর, এই ঘটনার তদন্তভার বিধাননগর পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে যেতে পারে। আজ যুবভারতীকাণ্ডের তদন্তের গতিপ্রকৃতির দিকে নজর থাকবে।

আজ আইপিএলের নিলাম। এ বার বড় নিলাম নয়, ছোট নিলাম। তবু উৎসাহ, উত্তেজনা কম নয়। ১০টি দল তাদের ঘর গুছিয়ে নেবে। অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনের জন্য কতটা লড়াই হবে? এ বারও কি কোনও বৈভব সূর্যবংশীকে পাওয়া যাবে? আবু ধাবির এতিহাদ এরিনায় হবে নিলাম অনুষ্ঠান। ভারতীয় সময় দুপুর ২:৩০ থেকে নিলাম শুরু। সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের খসড়া তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন। এই একই দিনে আবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। মামলাটি শুনবে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। গত বৃহস্পতিবার এসআইআর সংক্রান্ত মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। এই এসআইআর প্রক্রিয়ায় আদালত হস্তক্ষেপ করতে পারে কি‌ না, গত শুনানিতে সেই প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। আজ এই মামলার শুনানিতে কী উঠে আসে সে দিকে নজর থাকবে।

কাল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ। এই ম্যাচ জিতলেই পাঁচ ম্যাচের সিরিজ় জিতে যাবে ভারত। গত রবিবার বোলারেরা জিতিয়েছেন সূর্যকুমার যাদবের দলকে। সিরিজ়ে ২-১ ফলে এগিয়ে থাকা ভারতের চিন্তা অধিনায়ক সূর্য এবং সহ-অধিনায়ক শুভমন গিলের ফর্ম। তাঁরা কি রানে ফিরবেন? দক্ষিণ আফ্রিকা কি দলে কোনও পরিবর্তন করবে? দুই দলের সব খবর।

মঙ্গলবার ইজ়রায়েল সফরে যাচ্ছেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বর্তমান কূটনৈতিক পরিস্থিতিতে এই সফরের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। এই সফরে দ্বিপাক্ষিক বিষয়ের পাশাপাশি আঞ্চলিক বিভিন্ন বিষয়েও ইজ়রায়েলি সরকারের সঙ্গে আলোচনা সারবেন জয়শঙ্কর। সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রেসিডেন্ট ইসাক হেরজ়গ এবং বিদেশমন্ত্রী গিদন সারের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হয়েছে নেতানিয়াহুর। এই পরিস্থিতিতে জয়শঙ্করের বিদেশ সফরে কী কী বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে আজ।

এই বছরের সেরা ফুটবলার কে? জানা যাবে আজ। ফিফার বর্ষসেরা পুরস্কার ‘দ্য বেস্ট’ আজ। লড়াইয়ে মোট ১০ জন। ওসুমানু ডেম্বেলে, আচরাফ হাকিমি, হ্যারি কেন, কিলিয়ান এমবাপে, নুনো মেনডেস, কোল পামার, পেড্রি, রাফিনহা, মহম্মদ সালা, ভিতিনহা এবং লামিল ইয়ামালের মধ্যে এক জনের হাতে উঠবে এই পুরস্কার। গত বারের বিজয়ী ভিনিসিয়াস জুনিয়র এ বার চূড়ান্ত মনোনয়ন পাননি। তার আগে পর পর দু’বছর এই পুরস্কার জিতেছিলেন লিয়োনেল মেসি। এ বার কে? অনুষ্ঠান রাত ১০:৩০ থেকে। দেখা যাবে ফিফার ইউটিউব চ্যানেলে।

সোমবার কলকাতায় এক ধাক্কায় স্বাভাবিকের উপরে উঠে গিয়েছিল সর্বনিম্ন তাপমাত্রা। রাজ্যের অন্য জেলাগুলিতেও তাপমাত্রা বেড়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিন উত্তর বা দক্ষিণবঙ্গে তাপমাত্রায় খুব বেশি হেরফেরের সম্ভাবনা নেই। রাজ্যের সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। তবে উত্তর ও দক্ষিণের প্রায় সব জেলায় সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। এর ফলে দৃশ্যমানতা কমতে পারে।

News of the Day SIR Election Commission Yuva Bharati Krirangan Lionel Messi India vs South Africa 2025 Narendra Modi Benjamin Netanyahu fifa Weather Update IPL Auction 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy