Advertisement
২৬ এপ্রিল ২০২৪

আমেরদের উড়িয়ে বিশ্বরেকর্ড ইংল্যান্ডের

শ্রীলঙ্কার দশ বছরের রেকর্ড ভেঙে ওয়ান ডে ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়ল ইংল্যান্ড। সর্বোচ্চ স্কোরের বিশ্বরেকর্ড। নেদারল্যান্ডসের বিরুদ্ধে শ্রীলঙ্কার ৪৪৩-৯ এত দিন সর্বোচ্চ ওয়ান ডে স্কোর ছিল। এ দিন পাকিস্তানের বিরুদ্ধে নটিংহ্যামে তৃতীয় ওয়ান ডে-তে যা ভেঙে দিল ইংল্যান্ড। পঞ্চাশ ওভারে ৪৪৪-৩ তুলে।

অ্যালেক্স হেলস: ১২২ বলে ১৭১ রান। মঙ্গলবার। ছবি-এএফপি

অ্যালেক্স হেলস: ১২২ বলে ১৭১ রান। মঙ্গলবার। ছবি-এএফপি

নটিংহ্যাম শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৬ ০৪:০৮
Share: Save:

শ্রীলঙ্কার দশ বছরের রেকর্ড ভেঙে ওয়ান ডে ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়ল ইংল্যান্ড। সর্বোচ্চ স্কোরের বিশ্বরেকর্ড।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে শ্রীলঙ্কার ৪৪৩-৯ এত দিন সর্বোচ্চ ওয়ান ডে স্কোর ছিল। এ দিন পাকিস্তানের বিরুদ্ধে নটিংহ্যামে তৃতীয় ওয়ান ডে-তে যা ভেঙে দিল ইংল্যান্ড। পঞ্চাশ ওভারে ৪৪৪-৩ তুলে।

অবিশ্বাস্য এই স্কোরে সবচেয়ে বড় অবদান অ্যালেক্স হেলসের। ইংরেজ ওপেনার এ দিন ১২২ বলে ১৭১ করেন। যার মধ্যে রয়েছে ২২টা চার এবং চারটে ছয়। মারণ ফর্মে ছিলেন ইংল্যান্ডের মিডল অর্ডারের তিন ব্যাট জো রুট, ইয়ন মর্গ্যান এবং জস বাটলারও। তিন নম্বরে নেমে ৮৬ বলে ৮৫ করেন রুট। অধিনায়ক মর্গ্যান ২৭ বলে ৫৭ নট আউট। বাটলার তো আরও ধ্বংসাত্মক— ৫১ বলে ৯০ নট আউট। তাঁর ইনিংসে রয়েছে ৭টা করে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি।

চার ইংরেজ মিলে গুঁড়িয়ে দেন পাকিস্তানের শক্তিশালী বোলিং। সবচেয়ে খারাপ অবস্থা বাঁ-হাতি পেসার ওয়াহাব রিয়াজের (১০ ওভারে ১১০)। আজহার আলি এক ওভার বল করতে এসে কুড়ি দিয়ে যান। মহম্মদ আমের— তিনিও দশ ওভারে ৭২ দিয়েছেন।

দেশকে বিশ্বরেকর্ডের দিকে এগনোর পথে নিজেও রেকর্ড করলেন হেলস। তাঁর ১৭১ ইংল্যান্ডের সর্বোচ্চ ব্যক্তিগত ওয়ান ডে স্কোর। তেইশ বছর ধরে যে রেকর্ড ছিল রবিন স্মিথের (১৬৭ নট আউট)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

England World Record Pakistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE