শুক্রবার থেকে লন্ডনের আকাশে উড়ে বেড়াচ্ছে একদল উড়ন্ত পিঁপড়ে। স্থানীয় আবহাওয়াবিদদের মতে এই একদল উড়ন্ত পিঁপড়ে রবিবার ওয়েম্বলি স্টেডিয়ামের আকাশেও উড়তে পারে। আর সেটা যদি হয় তাহলে এই বিষাক্ত পিঁপড়েদের দাপটে সাময়িক ভাবে বন্ধ হতে পারে ইউরো কাপের মহা ফাইনাল। তেমন হলে অস্বস্তি বাড়বে হ্যারি কেন, লিয়োনার্দো বোনুচ্চিদের। সাধারণত প্রতি বছর জুন মাসে বিষাক্ত প্রজাতির উড়ন্ত পিঁপড়ে দেখা যায়। গত কয়েক বছরে সেটা আরও বেড়েছে।
ইংল্যান্ডের হাওয়া অফিস এই বিষয়ে কয়েকটি ছবি প্রকাশ করেছে। সেই ছবিগুলোতে দেখা যাচ্ছে দেশের রাজধানী লন্ডন ও আশেপাশের বিভিন্ন অঞ্চলে প্রচুর পরিমাণে উড়ন্ত পিঁপড়ে জোট বেঁধেছে। এ বার ফাইনালের সময় ওয়েম্বলির আকাশে যদি সেই পিঁপড়ে উড়ে বেড়ায় তাহলে গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড ও রবের্তো মানচিনির ইটালির সমস্যা বাড়বে।