সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিন যখন প্রোটিয়া বোলারদের বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়াই চালাচ্ছেন বিরাট কোহালি, তখন প্রায় দায়িত্বজ্ঞানহীনের মতো ভুল করে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন হার্দিক পাণ্ড্য।
প্রোটিয়া ফিল্ডাররা হার্দিককে রান আউট করেছেন বললে ভুল হবে, বলা ভাল হার্দিক নিজের উইকেটটা উপহার দিয়েছেন দক্ষিণ আফ্রিকাকে। ক্রিজের মধ্যে ঢুকে গিয়েও হাওয়ায় পা থাকার কারণে এবং সঙ্গে ব্যাট মাটিতে না থাকায় ফিলান্ডারের ডিরেক্ট হিটে প্যাভিলিয়নে ফিরতে হয় পাণ্ড্যকে।
আউটের রিপ্লেই বলে দিচ্ছে একটু সচেতন হলেই উইকেটটি বাঁচাতে পারতেন তরুণ অলরাউন্ডার।