Advertisement
১৮ এপ্রিল ২০২৪

আমার খেলার সমালোচনা করার জন্য তো আরও অনেকেই আছেন

ভারতীয় ক্রিকেটারদের উপর প্রচারের আলো থাকেই। তার মধ্যে সম্প্রতি এক জনের উপর আলোটা একটু বেশিই পড়ছে। যাঁকে শুধু বিপক্ষের বোলারদেরই নয়, সমান ভাবে লড়তে হয় তাঁর সমালোচকদের বিরুদ্ধেও।

বান্ধবীর সঙ্গে রোহিত।

বান্ধবীর সঙ্গে রোহিত।

চেতন নারুলা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৫ ০৩:১৬
Share: Save:

ভারতীয় ক্রিকেটারদের উপর প্রচারের আলো থাকেই। তার মধ্যে সম্প্রতি এক জনের উপর আলোটা একটু বেশিই পড়ছে। যাঁকে শুধু বিপক্ষের বোলারদেরই নয়, সমান ভাবে লড়তে হয় তাঁর সমালোচকদের বিরুদ্ধেও। চাপটা কম নয়। কী ভাবে সামলান এ সব? নতুন মরসুম আর বিবাহিত জীবন শুরু করার আগে খোলামেলা রোহিত শর্মা।

প্রশ্ন: কখনও তিন আবার কখনও পাঁচ নম্বরে ব্যাট করতে হচ্ছে আপনাকে। কী ভাবে বিভিন্ন ব্যাটিং পজিশনে নামার প্রস্তুতি নেন?

রোহিত: আলাদা কোনও প্রস্তুতি থাকে না। পরিস্থিতির জন্য তৈরি থাকি। নতুন বলের সামনে পড়লে এক রকম, পুরনো হলে আর এক রকম মানসিক প্রস্তুতি থাকে। পুরনো বলে বেশি আক্রমণ করা যায়। গোটাটাই নির্ভর করে পরিস্থিতির উপর।

প্র: বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে বা চেতেশ্বর পূজারাদের আগে ভারতীয় দলে সুযোগ পেলেও এখনও টেস্ট দলে নিয়মিত হতে পারেননি। ব্যাপারটা কতটা যন্ত্রণা দেয়?

রোহিত: এই কারণে একটা সময় প্রচণ্ড হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু এ ব্যাপারে কিছুই তো আমার হাতে নেই। তাই বেশি না ভেবে তার চেয়ে রিহ্যাবে নিজের ফিটনেস নিয়ে খাটাই ভাল। টেস্ট ক্যাপ পাওয়াটা সোজা নয়। এখন হারানো সময়টা মেক আপ করার চেষ্টা করছি। নিজের পারফরম্যান্সে খুব খুশি নই, কিছুটা সন্তুষ্ট। দক্ষিণ আফ্রিকা সফরে ভাল খেলতে মুখিয়ে আছি।

প্র: আপনাকে নিয়ে সমালোচনা হলেও সে সব আপনি দেখেন না, বা শোনেন না বলছেন। কিন্তু কখনও আত্মসমালোচনা করেন?

রোহিত: একটা সীমা পর্যন্ত করি। খুব বেশি আত্মসমালোচনা করি না। আমাকে সমালোচনা করার জন্য তো আরও অনেকেই আছেন। যা করছি তাতে আমি খুশি। জানি আরও অনেক কিছু করতে হবে। কিন্তু এটাও তো ঠিক, প্রত্যেক ম্যাচে নেমেই সেঞ্চুরি করা যায় না।

প্র: সামনেই তো আপনার বিয়ে। ব্যক্তিগত জীবনের এই অধ্যায়টা আপনার মাঠের জীবনে কতটা প্রভাব ফেলেছে?

রোহিত: (হাসি) আমার বাগদান হয়ে গিয়েছে বেশ কিছু দিন আগে। এর মধ্যেই জীবনে কিছু কিছু পরিবর্তন নজরে আসছে। আরও পরিণত হয়েছি। জীবনে আরও এক জনের সমর্থন পাওয়ার ব্যাপারটা অনুভব করছি। জানি, যাই করি না কেন এই সমর্থনটা একই রকম থাকবে। এটা ভাবলেই ভাল লাগে। আমি নিশ্চিত, বিয়ে হওয়ার পর আরও অনেক পরিবর্তন নজরে পড়বে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE