Advertisement
২৩ এপ্রিল ২০২৪
t10 cricket

মরুশহরে ক্রিস গেল ঝড়, টি১০ লিগে করলেন দ্রুততম অর্ধ শতরান

মরুশহরে ক্রিস গেল ঝড়। আবুধাবিতে টি-১০ লিগে মাত্র ২২ বলে ৮৪ রানের ইনিংস খেলেন ইউনিভার্সাল বস।

আবুধাবিতে ক্রিস গেল ঝড়

আবুধাবিতে ক্রিস গেল ঝড় ছবি: ইনস্টাগ্রাম

নিজস্ব প্রতিবেদন
আবুধাবি শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২১ ২১:১৫
Share: Save:

মরুশহরে ক্রিস গেল ঝড়। আবুধাবিতে টি-১০ লিগে মাত্র ২২ বলে ৮৪ রানের ইনিংস খেলেন ইউনিভার্সাল বস। তাঁর ইনিংসের ওপর ভর করেই মারাঠা আরাবিয়ান্সদের সহজেই হারাল টিম আবুধাবি। প্রথমে ব্যাট করে ১০ ওভারে ৯৮ রান করে মারাঠা আরাবিয়ান্স।

গেলের সৌজন্যে মাত্র ৫.৩ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় টিম আবুধাবি। মাত্র ১২ বলেই অর্ধ শতরান করেন তিনি। টি-১০ ক্রিকেটের ইতিহাসে যা দ্রুততম অর্ধ শতরান। ছটি চার ও নটি ছয় মারেন তিনি।

টি -১০ লিগে প্রথমে ভাল ছন্দে ছিলেন না ক্যারেবিয়ান মহাতারকা। ছন্দে ফিরে গেল কৃতিত্ব দেন তাঁর দলের পরামর্শদাতা সঙ্গাকারাকে। তিনি বলেন, ‘‘এটা টি-১০ ক্রিকেট। এখানে প্রথম থেকেই চালিয়ে খেলতে হয়। আজ আমি প্রথম থেকেই ছন্দে ছিলাম। সঙ্গাকারা আমার ব্যাটিংয়ের ভুলগুলো শুধরে দিয়েছে। ও যে ভাবে আমায় উদ্বুদ্ধ করেছে, সেটা আমায় পুরোপুরি বদলে দিয়েছে। শেখার কোনও বয়স হয় না। সঙ্গা তুমি একজন কিংবদন্তি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

chris gayle Kumar Sangakkara t10 cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE