Advertisement
E-Paper

মোরিনহোর মুখে বর্গ, ম্যাকেনরো মহারণ

আর্সেনালের ঘরের মাঠ লন্ডনের  এমিরেটস স্টেডিয়ামে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ডের প্রচারমাধ্যমে এই দুই কোচের লড়াইকে তুলনা করা হচ্ছে বর্গ বনাম ম্যাকেনরোর লড়াইয়ের সঙ্গে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৭ ০৪:২০
যুযুধান: ইপিএলে দুই চাণক্যর দ্বৈরথই সেরা আকর্ষণ। —ফাইল চিত্র।

যুযুধান: ইপিএলে দুই চাণক্যর দ্বৈরথই সেরা আকর্ষণ। —ফাইল চিত্র।

তাঁদের ফুটবল-বৈরিতা’ সম্পর্কে জানে গোটা বিশ্ব। শনিবার ফের আর এক বার মুখোমুখি ফুটবল বিশ্বের এই দুই চাণক্য।

জোসে মোরিনহো এবং আর্সেন ওয়েঙ্গার।

আর্সেনালের ঘরের মাঠ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ডের প্রচারমাধ্যমে এই দুই কোচের লড়াইকে তুলনা করা হচ্ছে বর্গ বনাম ম্যাকেনরোর লড়াইয়ের সঙ্গে।

যে তুলনা ভাল মতোই উপভোগ করছেন মোরিনহো। সাংবাদিক সম্মেলনে শুক্রবার এই বর্গ-ম্যাকেনরো প্রসঙ্গ উঠল। যেখানে মোরিনহোর ম্যান ইউ-কে বলা হচ্ছিল ম্যাকেনরো এবং আর্সেনাল হল বিয়ন বর্গ। মোরিনহো যা শুনে প্রথমে হেসে বললেন বললেন, ‘‘আমি টেনিস ভালবাসি। কিন্তু কখনও খেলিনি।’’

তার পরে নিজেই বললেন, ‘‘বৃহস্পতিবারই ‘বর্গ-ম্যাকেনরো’ ছবিটা দেখলাম। যেখানে বর্গ-এর কোচ বলছিলেন, সব সময় একটা বিষয় নিয়েই মনোনিবেশ করতে হবে। আমিও সে ভাবেই ছেলেদের বললাম, কেবল আর্সেনাল ম্যাচটা নিয়েই ভাব। কে কতটা এগিয়ে, পিছিয়ে তা ভাবার দরকার নেই।’’ সঙ্গে তিনি এটাও বলে দিচ্ছেন, ‘‘আর্সেনালের বিরুদ্ধে জিততেই হবে এমন পরিস্থিতিতে খেলতে নামছি না আমরা।’’

চোদ্দ রাউন্ডের পর এই মুহূর্তে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সেখানে সমসংখ্যক ম্যাচের পর চার পয়েন্ট পিছনে থেকে আর্সেনাল রয়েছে চতুর্থ স্থানে।

ইতিমধ্যেই টানা তিন ম্যাচ জিতে চনমনে মেজাজে রয়েছে ওয়েঙ্গারের দল। যার মধ্যে শেষ ম্যাচে বুধবার রাতেই হাডারসফিল্ড-এর বিরুদ্ধে ৫-০ জিতেছে আর্সেনাল। সেখানে শেষ ম্যাচে ওয়াটফোর্ডের বিরুদ্ধে গত মঙ্গলবার লড়াই করে ৪-২ জিতেছে মোরিনহোর ম্যান ইউ। দু’দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে যদিও ম্যান ইউ। ফুটবল জীবনে মোরিনহো বনাম ওয়েঙ্গার যুদ্ধের অতীত পরিসংখ্যানেও এগিয়ে ‘দ্য স্পেশ্যাল ওয়ান’ মোরিনহো। দু’জনে এ পর্যন্ত মুখোমুখি হয়েছেন সতেরো বার। যার মধ্যে আট বার জিতেছেন মোরিনহো এবং দু’ বার ওয়েঙ্গার। আর বাকি সাত বার ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিত ভাবে।’’

এ বার অবশ্য ম্যাচ জিততে ফরাসি কোচ ওয়েঙ্গারের বড় ভরসা ড্যানি ওয়েলবেক। আর্সেনাল মাঝমাঠে আলেকজান্দ্রে লাকাজেতে কুঁচকির চোটের জন্য নেই। তাই সেই জায়গায় বড় ভরসা ওয়েলবেক। তাঁর সঙ্গে অ্যালেক্সিস স্যাঞ্জেস, মেসুত ওজিল আর্সেনাল আক্রমণের অন্যতম অস্ত্র হতে পারেন শনিবার।

উল্টোদিকে ওয়াটফোর্ডের বিরুদ্ধে চোট পেয়েছিলেন মোরিনহোর মাঝমাঠে নেমানজা মাতিচ। মোরিনহো এই সার্বিয়ান মিডফিল্ডারকে লন্ডন নিয়ে গেলেও তাঁকে খেলানোর সম্ভাবনা কম। পরিবর্তে তাঁর জায়গায় আন্দের হেরেরা ও মারুয়ান ফেলাইনি-কে নিয়ে অঙ্ক কষছেন মোরিনহো। সঙ্গে পোগবা, লুকাকু রয়েছেন। সব মিলিয়ে পোগবা বনাম ওজিল এই দুরন্ত লড়াই দেখতে প্রহর গুণছেন লন্ডনের ফুটবল প্রেমীরা।

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে

চেলসি বনাম নিউক্যাসল (সন্ধে ৬ট), স্টোক সিটি বনাম সোয়ানসি সিটি (রাত ৮.৩০),
ব্রাইটন বনাম লিভারপুল (রাত ৮.৩০), ওয়াটফোর্ড বনাম টটেনহ্যাম (রাত ৮.৩০),
ওয়েস্ট ব্রম বনাম ক্রিস্টাল প্যালেস (রাত ৮.৩০), এভার্টন বনাম হাডার্সফিল্ড (রাত ৮.৩০),
লেস্টার সিটি বনাম বার্নলি (রাত ৮.৩০), আর্সেনাল বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (রাত ৮.৩০)


(সব ম্যাচ স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান ও সিলেক্ট এইচডি ওয়ান চ্যানেলে)।

Arsene Wenger Jose Mourinho EPL EPL Derby জোসে মোরিনহো আর্সেন ওয়েঙ্গার
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy