মাখায়া এনতিনির বিস্ফোরক মন্তব্যে বর্ণবিদ্বেষ বিতর্ক ফিরে আসার মাঝেই ক্রিকেট ফিরল দক্ষিণ আফ্রিকায়। এবং, ফিরল অভিনব ‘থ্রি টিম ক্রিকেট’ নিয়ে।
ক্রিকেট দুনিয়ায় জোরালো আলোচনা এনে দিয়ে এই নতুন প্রক্রিয়ায় একই ম্যাচে খেলছে তিনটি দল। এ দিনই ছিল সেই প্রতিযোগিতার প্রথম দিন এবং ২৪ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলে নায়ক এবি ডিভিলিয়ার্স।
কী এই নতুন ধরন? থ্রিটিসি ম্যাচে (সংক্ষেপে এ ভাবেই বলা হচ্ছে) প্রথাগত দু’টির পরবর্তে তিনটি দল একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রত্যেকটি দলে থাকবে ৮ জন করে ক্রিকেটার। মোট ৩৬ ওভারের ম্যাচকে ১৮ ওভার করে দু’টি পর্বে ভাগ করা হচ্ছে। মাঝখানে বিরতি থাকবে। প্রত্যেক দল ১২ ওভার করে ব্যাট করবে। যার মধ্যে ৬ ওভার ব্যাট করবে একটি দলের বিরুদ্ধে, তার পরে ৬ ওভার অন্য দলটির বিরুদ্ধে। টস হবে না। ড্রয়ের মাধ্যমে ঠিক হবে কারা কখন ব্যাট করবে, কখন বল করবে, কখন ডাগ-আউটে বসে থাকবে। প্রথমার্ধে যারা বেশি রান করবে, দ্বিতীয়ার্ধে সেই দল আগে ব্যাট করার সুযোগ পাবে। এ ক্ষেত্রে যদি স্কোর টাই হয়, তা হলে প্রথমার্ধে যে সময়ে যারা ব্যাট করেছে, সেই ‘রোটেশন’ চলবে।
শনিবার সেঞ্চুরিয়নে যেমন ডিভিলিয়ার্সের দল ঈগলসের রান প্রথমার্ধের শেষে সর্বোচ্চ ছিল। তাই দ্বিতীয়ার্ধে ঈগলস প্রথমে ব্যাট করার সুযোগ পেল। ৩৬ ওভার শেষে যে দলের রান সব চেয়ে বেশি, তাদেরই জয়ী ঘোষণা করা হবে। দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক দলকে দ্বিতীয় স্থানের পুরস্কার দেওয়া হবে।
চমকের এখানেই শেষ নয়। সাতজন আউট হলেও একাই ইনিংস চালিয়ে যেতে পারবেন শেষ ব্যাটসম্যান। তিনি যদিও বিজোড় সংখ্যায় রান করতে পারবেন না। জোড় সংখ্যায় রান করতে হবে। যেমন দুই, চার, ছয়।
প্রত্যেক দলকে একটিই নতুন বল দেওয়া হবে। সেই বল দিয়েই দু’টি দলের বিরুদ্ধে ১২ ওভার (৬-৬ করে) করতে হবে। এক জন বোলার ৩ ওভারের বেশি করতে পারবেন না। অলিম্পিক্সের মতো সব চেয়ে বেশি রান করা প্রথম হওয়া দল পাবে সোনা। দ্বিতীয় স্থানের জন্য রুপো, তৃতীয় ব্রোঞ্জ। যদি তিন দলের মধ্যেই টাই হয়, তা হলে প্রত্যেকে পাবে সোনা। যদি দ্বিতীয় ও তৃতীয়ের মধ্যে টাই হয়, তা হলে দু’জনেই রুপো।
শনিবার সেঞ্চুরিয়নে এই নতুন ধরনের ক্রিকেটের সূচনা হল। কিছুটা জটিল হলেও ক্রিকেট দুনিয়ায় আলোচনা হচ্ছে তা নিয়ে। এবি ডিভিলিয়ার্স, ডেভিড মিলার, ফ্যাফ ডুপ্লেসি, লুনগি এনগিডি, এডেন মার্করামের মতো নামী ক্রিকেটারেরা এই প্রতিযোগিতায় খেলছেন। ডিভিলিয়ার্স ছাড়াও প্রথম দিনে শিরোনামে উঠে এলেন আন্দিলে ফেলুকায়ো। দ্বিতীয় উইকেট পাওয়ার পরে জামা তুলে দেন তিনি। ভিতরে পরা টি-শার্ট লেখা, ‘ব্ল্যাক লাইভ্স ম্যাটার’।