জন আব্রাহামের টিমের বিরুদ্ধে বৃহস্পতিবার ঘরের মাঠে নামার আগে আটলেটিকো দে কলকাতাকে কিছুটা চিন্তায় ফেলে দিল মাতেরাজ্জি এবং হাবাসের টিম।
আইএসএল টেবলের যা পরিস্থিতি তাতে কলকাতা নিশ্চয়ই চেয়েছিল, মঙ্গলবারের চেন্নাইয়ান এবং পুণে সিটি ম্যাচের ফল অমীমাংসিত ভাবে শেষ হোক। তবেই পয়েন্ট টেবলে সুবিধে পেয়ে যেত মলিনার টিম। কিন্তু সে রকম কিছুই ঘটল না। উল্টে চেন্নাইয়ান জিতে যাওয়ায় পুণের পাশাপাশি কলকাতার একেবারে ঘাড়ে উঠে এলেন জেজেরাও। বৃহস্পতিবার নর্থইস্টের বিরুদ্ধে জিততে না পারলে চাপে পড়ে যাবে জোসে মলিনার দল।
এ দিন নিজেদের ঘরের মাঠে পুণেকে ২-০ হারিয়ে সাত নম্বর থেকে পাঁচে উঠে আসে চেন্নাই। কলকাতার (৯ ম্যাচে ১৩) থেকে এক ম্যাচ বেশি খেলে তাদের পয়েন্ট এখন ১৩। পুণে আবার এ দিন হারলেও তারা ১০ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে গিয়েছে। কলকাতার আগে দুই টিম কেরল এবং মুম্বই ১০টি করে ম্যাচ খেলে ফেলেছে। তাদের পয়েন্ট আবার ১৫। শীর্ষে থাকা দিল্লির ১০ ম্যাচে ১৭ পয়েন্ট। আর আট এবং নয় নম্বর টিম যথাক্রমে নর্থইস্ট (৯ ম্যাচ খেলে) এবং গোয়ার (১০ ম্যাচ খেলে) পয়েন্ট ১০। স্বভাবতই আইএসএল টেবলের সাপ-লুডোর খেলা কিন্তু এই মুহূর্তে বেশ জমেছে। কলকাতা অবশ্য এ মরসুমে এখনও পর্যন্ত লিগ টেবলে চারের নীচে একবারও নামেনি।