Advertisement
২৭ মার্চ ২০২৩
Sports News

বিনিথের জোড়া গোলে মোহনবাগানকে হারিয়ে ফেডারেশন কাপ বেঙ্গালুরুর

আই লিগ অল্পের জন্য হাতছাড়া হয়েছে। যে কারণে শেষ লক্ষ্য ফেডারেশন কাপ। জিতেই ফাইনালে উঠেছে দল। কাপেরও দাবিদার কাটসুমিরাই। সামনে দু’বারের আই লিগ চ্যাম্পিয়নরা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ মে ২০১৭ ১৮:৫৫
Share: Save:

মোহনবাগান ০

Advertisement

বেঙ্গালুরু ২ (বিনিথ-২)

• জোড়া গোল করে বেঙ্গালুরুকে ফেডারেশন কাপ পাইয়ে দিলেন বিনিথ।

Advertisement

• ১১৯ মিনিট, আবার গোল সিকে বিনিথের।

• বিনিথের শট ধাক্কা খেয়ে চলে গেল গোলে।

• ১০৭ মিনিট, গোলের মুখ খুলল বেঙ্গালুরু।

• দ্বিতীয়ার্ধের খেলা শুরু।

• বিরতি।

• অতিরিক্ত সময়ের খেলা শুরু।

• নির্ধারিত ওভারের খেলা শেষ। এবার এক্সট্রা টাইম।

• ৯০ মিনিট, পর পর কর্নার তিনটি কর্নার পেল মোহনবাগা।

• ৮৬ মিনিট, চার মিনিট নির্ধারিত সময় বাকি ম্যাচে।

• ৭৯ মিনিট, কর্নের গ্লেনের আক্রমণ মোহনবাগান বক্সে।

• ৭৬ মিনিট এডুয়ার্ডোর জায়গায় মাঠে এলেন রাজু।

• ৭২ মিনিট, জেজের আক্রমণ প্রতিহত করে কাউন্টার অ্যাটাকে মোহনবাগান।

• ৬৪ মিনিট শুভাশিসের জায়গা মাঠে এলেন প্রবীর দাস।

• ৬২ মিনিট, সৌভিকের জায়গায় মাঠে এলেন জেজে।

• গোলকিক মোহনবাগানের পক্ষে।

• ৫৭ মিনিট, ফাঁকা গোল পেয়েও বাইরে পাঠালেন উদান্ত সিংহ।

• ৫৪ মিনিট, বলবন্তের শট কর্নারের বিনিময়ে বাঁচালেন অমরিন্দর।

• বিতর্কীত এই অফ সাইড।

• ৪৭ মিনিট, অফ সাইডের জন্য আবার গোল বাতিল বেঙ্গালুরুর।

• দ্বিতীয়ার্ধের খেলা শুরু।

• প্রথমার্ধের খেলা শেষ। ম্যাচের ফল ০-০

• তিন মিনিট অতিরিক্ত সময়।

• ম্যাচের আধ ঘণ্টা পেড়িয়ে গেলেও কোনও পক্ষই গোলের মুখ খুলতে পারেনি।

• ৩১ মিনিট, কাটসুমির মাপা শট গোলের সামনে থেকে বাঁচালেন সন্দেশ ঝিঙ্গান।

• ২২ মিনিট, আবার গোলের সুযোগ বেঙ্গালুরুর সামনে। উদান্তর শট বাইরে পাঠালেন দেবজিৎ।

• ২০ মিনিট, কর্নার থেকে উদান্তর শট সরাসরি গোলে। কিন্তু অফ সাইডের জন্য বাতিল।

• ১৯ মিনিট, উদান্তর ক্রস আটকে গেল মোহনবাগান রক্ষণে। কর্ণার।

• ১৩ মিনিট, হলুদ কার্ড দেখলেম বেঙ্গালুরুর ইউজেনসন লিংদো।

• হলুদ কার্ড দেখলেন সনি।

• ১০ মিনিট, হরমনজ্যোেত খাবরাকে ধাক্কা সনির।

• ৮ মিনিট, বেঙ্গালুরু বক্সের বলবন্তের আক্রমণ।

• ৭ মিনিট, শুভাশিসের লং বল।

• ৫ মিনিট, খাবরার ক্রস দঙ্গেলকে।

• ৪ মিনিট, আক্রমণে মোহনবাগান। কাটসুমি, ডাফি, বলবন্তের যুগলবন্দীতে এগোচ্ছে বাগান।

• খেলা শুরু।

আই লিগ অল্পের জন্য হাতছাড়া হয়েছে। যে কারণে শেষ লক্ষ্য ফেডারেশন কাপ। জিতেই ফাইনালে উঠেছে দল। কাপেরও দাবিদার কাটসুমিরাই। সামনে দু’বারের আই লিগ চ্যাম্পিয়নরা। কিন্তু তাদের আই লিগের ফর্ম বলে দিচ্ছে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হতে কষ্ট করতে হবে বেঙ্গালুরুর দলকে। সেদিক থেকে মানসিকভাবে এগিয়ে রয়েছে মোহনবাগান।

মোহনবাগান: দেবজিৎ মজুমদার, প্রীতম কোটাল, এডুয়ার্ডো ফেরেরা, আনাস, শুভাশিস বোস, ইউসা কাটসুমি, সৌভিক চক্রবর্তী, শেহনাজ সিংহ, সনি নর্ডি, বলবন্ত সিংহ, ড্যারেল ডাফি।

বেঙ্গালুরু: অমরিন্দর সিংহ, সন্দেশ ঝিঙ্গান, সালাম, জন জনসন, জুনান, খাবরা, ইউজেনসন, লেনি রডরিগেজ, অলউইন জর্জ, উদান্ত সিংহ, লেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.