সালগাওকর ২ (মার্টিন, কেলভিন)
মোহনবাগান ৩ (জেজে-২, অভিষেক)
গোল পাল্টা গোল, সঙ্গে হাতাহাতি। ম্যাচের শুরুতেই কিনান-কাটসুমির ঝামেলায় খেলা বন্ধ থাকল কিছুক্ষণ। তার আগেই শুরুটা করেছিল মোহনবাগান। ম্যাচের শেষটাও লেখা থাকল মোহনবাগানের নামেই। যেখানে আই লিগ শেষ করেছিল সেখান থেকেই ফেডারেশন কাপ যাত্রা শুরু করে দিল সঞ্জয় সেন অ্যান্ড ব্রিগেড। আই লিগ চ্যাম্পিয়ন বেঙ্গালুরুকে বড় ব্যবধানে হারিয়ে শেষ করেছিল মোহনবাগান। কিন্তু আই লিগ পাওয়ার আশায় নিজেরাই জল ঢেলে দিয়েছিল দু’ম্যাচ আগে। এমন অবস্থায় এখন মোহনবাগানের পাখির চোখ ফেডারেশন কাপ। যেখানে বেঙ্গালুরু ও ইস্টবেঙ্গল হেরে শুরু করেছে সেখানে মোহনবাগান জয় দিয়েই শুরু করল।