Advertisement
১৭ মে ২০২৪

নাটকীয় ভাবে সাসপেন্ড ব্লাটার ঘনিষ্ঠ ফিফা কর্তা

ছুটিতে পাঠিয়ে দেওয়া হল ফিফার জেনারেল সেক্রেটারি জেরম ভালকে-কে। পরবর্তী নোটিশ না পাওয়া পর্যন্ত তাঁকে ছুটিতেই থাকার নির্দেশ দিয়েছে ফিফা। ২০০৭ থেকে সেপ ব্লাটারের ডান হাত ভালকে। কেন তাঁকে সাসপেন্ড করা হল সে ব্যাপারে ফিফা বিবৃতিতে জানিয়েছে, ‘‘তাঁর বিরুদ্ধে বেনিয়মে জড়ানোর অভিযোগ জমা পড়েছে।’’

ব্লাটার ঘনিষ্ঠ তোপের মুখে পড়ার দিনই শুরু হয়ে গেল রুশ বিশ্বকাপের হাজার দিনের কাউন্টডাউন। ছবি: এএফপি।

ব্লাটার ঘনিষ্ঠ তোপের মুখে পড়ার দিনই শুরু হয়ে গেল রুশ বিশ্বকাপের হাজার দিনের কাউন্টডাউন। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৫ ০৩:১১
Share: Save:

ছুটিতে পাঠিয়ে দেওয়া হল ফিফার জেনারেল সেক্রেটারি জেরম ভালকে-কে। পরবর্তী নোটিশ না পাওয়া পর্যন্ত তাঁকে ছুটিতেই থাকার নির্দেশ দিয়েছে ফিফা। ২০০৭ থেকে সেপ ব্লাটারের ডান হাত ভালকে। কেন তাঁকে সাসপেন্ড করা হল সে ব্যাপারে ফিফা বিবৃতিতে জানিয়েছে, ‘‘তাঁর বিরুদ্ধে বেনিয়মে জড়ানোর অভিযোগ জমা পড়েছে।’’ গত বৃহস্পতিবার ভালকের বিরুদ্ধে বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ে দুর্নীতির অভিযোগ ফাঁস হয় ব্রিটিশ মিডিয়ায়। তার পরেই ফিফার এই সিদ্ধান্ত।

ভালকে অবশ্য আইনজীবীদের মাধ্যমে অভিযোগ অস্বীকার করেছেন। পাশাপাশি এথিকস কমিটিকে এই অভিযোগের তদন্ত করার অনুরোধ করেছে ফিফা। দীর্ঘ দিন ধরেই বিশ্বকাপের ব্যবসায়িক চুক্তির দিকটি দেখতেন ভালকে। চার মাস আগে ব্যাপক দুর্নীতির অভিযোগে একাধিক প্রভাবশালী কর্তাদের গ্রেফতারের পর থেকে সংস্থার ভাবমূর্তি ফেরানোর কাজে মরিয়া ফিফা। তাই ভালকের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হল বলে মনে করা হচ্ছে।

২০১৪ বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ে ফিফার সঙ্গে একটি সংস্থার চুক্তিতে প্রচুর অর্থ পকেটে গিয়েছে ভালকের। এ রকমই অভিযোগ। এক ব্যক্তি এও জানিয়েছেন, চুক্তির জন্য ভালকেকে ফিফা সদর দফতরে আড়াই লক্ষ ডলার দেওয়ার কথা ছিল। সেই মতো তিনি ব্যাঙ্ক থেকে ওই অর্থ তুলেও ছিলেন। কিন্তু ভালকে তখন বলেন ব্যস্ততার জন্য তিনি সে দিন দেখা করতে পারবেন না। পরের দিন সেই ব্যক্তি ব্যাঙ্কে আবার অর্থ জমা দিয়ে দেন। শোনা যাচ্ছে শুধু চুক্তি থেকেই নয়, বিশ্বকাপের টিকিট অতিরিক্ত অর্থে বিক্রি করা এবং তাতে ভালকের নাম জড়ানোর অভিযোগও উঠেছে। যা নিয়মবিরুদ্ধ। পরে সেই সংস্থার সঙ্গে ফিফার চুক্তি নাকি বাতিলও হয়ে যায়। ভালকের আইনজীবী আবার এ দিন জানিয়েছেন, ভালকে কোনও অর্থ নেননি। টিকিট বিক্রি নিয়ে যে চুক্তি হয়েছিল তা ফিফার সম্মতি নিয়েই।

শুধু নতুন অভিযোগই নয়, এর আগে আর একটি অভিযোগ নিয়েও নাকি ভালকে যথেষ্ট চাপে ছিলেন। যাতে দক্ষিণ আফ্রিকান ফুটবল সংস্থা ১০ মিলিয়ন ডলার জমা দিয়েছিল একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যে অ্যাকাউন্টটি নিয়ন্ত্রণ করতেন দুর্নীতিতে জড়ানোর অভিযোগ থাকা প্রাক্তন ফিফা ভাইস প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নার। যিনি আগামী ফেব্রুয়ারিতে ফিফা ছাড়বেন ঘোষণা করে দিয়েছেন। একই কংগ্রেসে নির্বাচিত হবেন ফিফার নতুন প্রেসিডেন্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

FIFA FIFA secretary Jerome Valcke football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE