Advertisement
১৮ এপ্রিল ২০২৪
FIFA World Cup 2018

জানলা খুললেই মেসির চোখে রোনাল্ডোর ম্যুরাল!

আর্জেন্টিনা শিবিরের হোটেলের বাইরেই রয়েছে রোনাল্ডোর বিশাল ম্যুরাল। জানলা খুললেই মেসির চোখে পড়বে তাঁর প্রতিদ্বন্দ্বীকে।

এই সেই রোনাল্ডোর ম্যুরাল। ছবি: রয়টার্স।

এই সেই রোনাল্ডোর ম্যুরাল। ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ জুন ২০১৮ ১৪:০৪
Share: Save:

গুমোট লাগছে ঘর? টাটকা বাতাস দরকার? জানলা খুললেই তো হয়!

আর এখানেই সমস্যায় আর্জেন্টিনা ফুটবল দল। লিওনেল মেসি পর্দা সরিয়ে হোটেলের জানলা খুললেই যে দেখছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশাল ম্যুরাল!

শনিবার ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায় ফ্রান্সের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালে নামবে আর্জেন্টিনা। যা হবে কাজানে। মেসিরা তাই রয়েছেন কাজানের রামাদা হোটেলে। আর সেই হোটেলেরই বাইরে রয়েছে নানা রঙে আঁকা রোনাল্ডোর ম্যুরাল। যা আঁকা হয়েছিল গত বছর কনফেডারেশন কাপের সময়। একটা বাড়ির দোতলা জুড়ে আঁকা সেই ম্যুরালে দেখা যাচ্ছে পর্তুগালের মেরুন রঙের জার্সি পরিহিত রোনাল্ডোর মুখে দুষ্টুমির ভঙ্গি। বাঁ চোখ টিপে রয়েছেন তিনি। ফ্ল্যাট বাড়ির অন্যদিকে ‘সিআর সেভেন’ লেখাও রয়েছে। স্থানীয় মিডিয়ার দাবি, হোটেলের অধিকাংশ ঘর থেকেই দেখা যাবে পর্তুগিজ অধিনায়ককে। জানলা দিয়ে উঁকি মারারও দরকার নেই। শুধু পর্দা সরিয়ে জানলা খুললেই হবে। মনে হবে বাইরে থেকে রোনাল্ডো নজর রাখছেন নীল-সাদা শিবিরে। হর্হে সাম্পাওলির দলের পক্ষে যা কোনও ভাবেই স্বস্তির নয়!

কাজানে মেসিদের হোটেলের ঠিক বাইরেই সেই ম্যুরাল। ছবি: রয়টার্স।

জানা গিয়েছে, কাজান শহরের অন্যত্র সুপারনোভা নামে শিল্পীদের এক দল মেসিরও একটা বড়সড় ম্যুরাল আঁকতে চাইছেন শহরের অন্যত্র। তবে তা তাত্ক্ষণিক ভাবে হওয়ার উপায় নেই। ফলে, জানলা খুললেই রোনাল্ডোর নজরদারিকে মেনে নিয়েই চলছে ফ্রান্স ম্যাচের প্রস্তুতি।

মজার হল, আর্জেন্টিনা বনাম পর্তুগাল মুখোমুখি হতেই পারে কোয়ার্টার ফাইনালে। শনিবারই ভারতীয় সময় রাত সাড়ে এগারটায় সোচিতে উরুগুয়ের বিরুদ্ধে নামছে পর্তুগাল। মেসি ও রোনাল্ডো, দু’জনেই যদি হাসি মুখে মাঠ ছাড়েন, তবে আগামী শুক্রবার, ৬ জুলাই প্রতিদ্বন্দ্বী অধিনায়ক হিসেবে করমর্দন করছেন নিঝনি নভগরদ স্টেডিয়ামে। সূচি অনুসারে তাই হওয়ার কথা। অবশ্য তার জন্য দুই দলকেই জিততে হবে শনিবার।

আরও পড়ুন: শেষ ষোলোর লড়াইয়ে কে কাদের বিরুদ্ধে, দেখে নিন এক নজরে

আরও পড়ুন: রুদ্ধশ্বাস ম্যাচ জিতে শেষ ষোলোর মহড়ায় হাসিখুশি মেসিরা

এ বারের বিশ্বকাপে ফর্মের বিচারে রোনাল্ডো অবশ্য এগিয়ে। প্রথম ম্যাচেই স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিক দিয়ে শুরু করে তিন ম্যাচে চার গোল। ইরানের বিরুদ্ধেই শুধু ছন্দে ছিলেন না তিনি, নষ্ট করেন পেনাল্টিও। একাই টানছেন দলকে। মেসি আবার শুরুই করেছিলেন আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি নষ্ট করে। তবে গ্রুপের শেষ ম্যাচে স্বমহিমায় হাজির তিনি। গোলও করেছেন। ক্রোয়েশিয়ার কাছে তিন গোলে হারের পর খাদের কিনারায় থাকা আর্জেন্টনাকে প্রবল চাপের মুখে তুলেছেন পরের রাউন্ডে।

মেসি-রোনাল্ডো যদি শেষ আটের ম্যাচে মুখোমুখি হন, তবে অবধারিত ভাবেই ‘গোট’ বা‘গ্রেটেস্ট অফ অল টাইম’ নিয়ে চর্চা চলবে। বিশ্বকাপের আগে ছাগলের সঙ্গে মেসির ছবি জল্পনা বাড়িয়েছিল এই ব্যাপারে। বিশ্বকাপে রোনাল্ডো আবার ছাগল-দাড়ি রাখতে শুরু করেছেন। স্পেনের বিরুদ্ধে প্রথম গোলের পর সে দিকে ইঙ্গিতও করেছিলেন।

সিআর ৭ বনাম এলএম ১০ হলে ফুটবল রোমান্টিকের স্বপ্নের ম্যাচ হয়ে উঠবে। তবে তার আগে থেকেই কিন্তু মেসিদের শিবিরে নজর রাখছেন রোনাল্ডো। হলই বা ম্যুরাল, তা পর্তুগিজ অধিনায়কেরই তো!

আরও পড়ুন: আলিয়ার আগে এদের সঙ্গেও ডেট করেছিলেন রণবীর!​

আরও পড়ুন: জিমে গিয়েও কমছে না মেদ? এই ভুলগুলো করছেন না তো

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE