Advertisement
২৫ এপ্রিল ২০২৪
FIFA World Cup 2022

FIFA World cup qualifier: বিশ্বকাপের যোগ্যতা পর্বে জিতল ব্রাজিল, আর্জেন্টিনা, নেমাররা শীর্ষে, মেসিরা দ্বিতীয়

দক্ষিণ আমেরিকার গ্রুপ শীর্ষে রয়েছে ব্রাজিল। চিলিকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে তারা।

দক্ষিণ আমেরিকার গ্রুপে জিতল আর্জেন্টিনা এবং ব্রাজিল।

দক্ষিণ আমেরিকার গ্রুপে জিতল আর্জেন্টিনা এবং ব্রাজিল।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ ১৫:০২
Share: Save:

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে দক্ষিণ আমেরিকার গ্রুপে জিতল ব্রাজিল এবং আর্জেন্টিনা। নেমার এবং লিয়োনেল মেসি খেললেও গোল করতে পারেননি তাঁরা।

দক্ষিণ আমেরিকার গ্রুপে শীর্ষে রয়েছে ব্রাজিল। চিলিকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে তারা। গোল করেছেন এভারটন রিবেইরো। ৬৪ মিনিটে তাঁর করা গোলেই জেতে ব্রাজিল। খেলার শেষ মুহূর্তে হলুদ কার্ড দেখেন নেমার। ব্রাজিলের সাত ম্যাচে ২১ পয়েন্ট।

মেসির আর্জেন্টিনা জিতল ৩-১ গোলে। ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল করেন লাউতারো মারতিনেজ, জোয়াকুইন কোরিয়া এবং অ্যাঞ্জেল কোরিয়া। ভেনেজুয়েলার এক মাত্র গোলটি এসেছে পেনাল্টি থেকে। ইফেরসন সতেলদো পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন। আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের সাত ম্যাচে ১৫ পয়েন্ট।

গ্রুপের অন্য ম্যাচে ইকুয়েডর ২-০ গোলে হারিয়ে দিয়েছে প্যারাগুয়েকে। বলিভিয়া বনাম কলম্বিয়া ম্যাচ ড্র হয় ১-১ গোলে। পেরু বনাম উরুগুয়ে ম্যাচও ১-১ গোলে ড্র হয়ে গিয়েছে।

প্রতিটি দলের পরের ম্যাচ ৬ সেপ্টেম্বর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

FIFA World Cup 2022 Lionel Messi Neymar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE