Advertisement
E-Paper

ধর্মশালায় ভারতকে গুঁড়িয়ে সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা

হাল্কা সবুজ উইকেটে পেসাররা প্রথমে কিছুটা সুবিধা পাবেন বলে আশা করছেন দুই অধিনায়কই। ভারতীয় দলে সুযোগ পেয়েছেন শ্রেয়াস আইয়ার। তবে সবাইকে চমকে বাদ পড়েছেন আজিঙ্ক রাহানে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৭ ১১:২৪
শিখর ধবনকে আইট করে শ্রীলঙ্কার ক্রিকেটারদের উচ্ছ্বাস।

শিখর ধবনকে আইট করে শ্রীলঙ্কার ক্রিকেটারদের উচ্ছ্বাস।

ধর্মাশালায় ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ভারতকে সাত উইকেটে হারিয়ে দিল শ্রীলঙ্কা। এ দিন শ্রীলঙ্কার হয়ে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেন সুরঙ্গ লকমল। একাই নেন চারটি উইকেট। লকমল ছাড়াও দু'টি উইকেট নেন নুবন প্রদীপ। একটি করে উইকেট পান অ্যাঞ্জেলো ম্যাথুজ, থিসারা পেরেরা, অকিলা ধনঞ্জয় এবং সচিত পথিরানা। ভারতের হয়ে এক মাত্র রান পান মহেন্দ্র সিংহ ধোনি(৬৫)। ভারতের ১১২ রানের জবাবে শ্রীলঙ্কাকে একাই জয়ের কাছে পৌছে দেন উপুল থরঙ্গা(৪৯)। বাকি কাজটা করেন অ্যাঞ্জেলো ম্যাথুজ এবং নিরোশন ডিকবেলা।

• ২০.৪ ওভারে শ্রীলঙ্কা ১১৪/৩।

• ২০ ওভারে ভারত ১০৯/৩।

• প্রথম ওডিআই জেতা থেকে চার রান দূরে ভারত।

• ১৫ ওভারে শ্রীলঙ্কা ৭৬/৩।

• তৃতীয় উইকেট হারাল শ্রীলঙ্কা। ৪৯ রানে আউট হলেন উপুল থরঙ্গা।

• ১২ ওভারে শ্রীলঙ্কা ৬০/২।

• ৭ ওভারে শ্রীলঙ্কা ১৯/২।

• ভুবনেশ্বর কুমারের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন থিরিমানে।

• শ্রীলঙ্কার প্রথম উইকেটের পতন। আউট হলেন গুণতিলকা।

• ৩ ওভারে শ্রীলঙ্কা ৭/০।

• ভারতের ১১২ রানের জবাবে মাঠ নামল শ্রীলঙ্কা।

• আউট হলেন ধোনি। ১১২ রানে শেষ ভারতীয় ইনিংস।

• ৩৮ ওভারে ভারত ১০৮/৯।

• ১০০ রানের গণ্ডি টপকাল ভারত।

• ৩৫ ওভারে ৮৭/৯।

• ফের উইকেট হারাল ভারত।

• ২৯ ওভারে ভারত ৮০/৮।

• আউট হলেন কুলদীপ যাদব।

• ২২ ওভারে ভারত ৪৪/৭।

• ২১ ওভারে ভারত ৩৫/৭।

• ১৭ ওভারে ভারত ২৯/৭।

• লকমলের বলে প্যাভিলিয়নে ফিরলেন ভুবনেশ্বর কুমার।

• ফের উইকেট হারাল ভারত।

• ১৬ ওভারে ভারত ২৮/৬।

• প্রদীপের বলে আউট হলেন হার্দিক পাণ্ড্য।

• ফের উইকেট হারাল ভারত। আউট হলেন শ্রেয়স আইয়ার।

• ভারতের চতুর্থ উইকেটের পতন। আউট হলেন মণীশ পাণ্ডে।

• ১০ ওভারে ভারত ১১/৩।

• ৯ ওভারে ভারত ৮/৩।

• ফের উইকেট হারাল ভারত। লকমলের বলে এলবিডব্লু হয় মাঠ ছাড়লেন দীনেশ কার্তিক।

• ৮ ওভারে ভারত ৭/২

• শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেটের পতন। সুরঙ্গ লকমলের বিরুদ্ধে প্যাভিলিয়নে ফিরলেন রোহিত শর্মা।

• ৩ ওভারে ভারত ২/১।

• অ্যাঞ্জেলো ম্যাথুজের বলে এলবিডব্লু হয়ে প্যাভিলিয়নে ফিরলেন শিখর।

• শুরুতেই উইকেট হারাল ভারত।

ক্যাপ্টেনের বিয়ের খবরে যখন তোলপাড় দেশ, তখন বিরাটকে ছাড়াই শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে যুদ্ধে নেমে পড়ল ভারত।

রবিবার দিন রাতের ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠালেন শ্রীলঙ্কার অধিনায়ক থিসারা পেরেরা। হাল্কা সবুজ উইকেটে পেসাররা প্রথমে কিছুটা সুবিধা পাবেন বলে আশা করছেন দুই অধিনায়কই। ভারতীয় দলে সুযোগ পেয়েছেন শ্রেয়াস আইয়ার। তবে সবাইকে চমকে বাদ পড়েছেন আজিঙ্ক রাহানে।

ভারত: রোহিত শর্মা(অধিনায়ক), শিখর ধবন, শ্রেয়াস আইয়ার, মণীশ পাণ্ডে, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিংহ ধোনি, হার্দিক পাণ্ডে, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল

আরও পড়ুন: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে ইনিই কি ভারতের গোপন পেস অস্ত্র!

India Sri Lanka First One Day
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy