শুভাশিস বসুকে নিয়ে বুধবারও অব্যাহত মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরজা। এ দিন স্পষ্ট ভাষায় মোহনবাগান ম্যানেজমেন্ট জানিয়ে দিয়েছে, শুভাশিস বসু জাতীয় দলের জার্সিতেই চোট পেয়েছেন। এমনকি সবুজ-মেরুন ম্যানেজমেন্টের তরফে ফেডারেশনকে ‘মিথ্যেবাদী’-ও বলা হয়েছে।
কাফা নেশনস কাপের জন্য ফুটবলার ছাড়তে ক্লাবগুলিকে বলা হয়েছিল ফেডারেশনের তরফে। কিন্তু মোহনবাগান সোমবার জানিয়ে দেয়, তারা ফুটবলার ছাড়বে না। তাদের যুক্তি, জাতীয় দলে খেলার পরেই অধিকাংশ ফুটবলার চোট নিয়ে ফেরে। মোহনবাগানের তার ফলে ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্রস্তুতিতে বাধা পড়তে পারে। মঙ্গলবার ফেডারেশনের তরফে পাল্টা বিবৃতি দিয়ে বলা হয়, গত ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে বাংলাদেশের বিরুদ্ধে শুভাশিসের মোটেও চোট ছিল না। তাঁকে ট্যাকটিক্যালি পরিবর্তন করা হয়েছিল। আইএসএলেই চোট পেয়েছেন শুভাশিস।
বুধবার মোহনবাগানের ম্যানেজমেন্টের তরফে জানানো হয়, সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন বঙ্গ ডিফেন্ডার। তাদের প্রশ্ন, যদি শুভাশিস আইএসএল খেলতে গিয়েই চোট পেয়ে থাকেন, তবে কেন তাঁকে ২৬ মে বাংলার বিরুদ্ধে সেই প্রস্তুতি ম্যাচে নামানো হয়েছিল? পরে শিবিরেও কেন ডাকা হয়? শুভাশিস ঘনিষ্ঠমহলে অভিযোগ করেছেন, কোনও চিকিৎসক সে দিন সেন্টার অব এক্সেলেন্সে উপস্থিত ছিলেন না। ফলে ফেডারেশনের অভিযোগ পুরো ভিত্তিহীন। তিনি আরও জানিয়েছেন, প্রয়োজনে ভিডিয়ো বার্তায় ফেডারেশনের অভিযোগের জবাব দেবেন।
এরই মধ্যে বৃহস্পতিবার লিগে নামছে মোহনবাগান। প্রতিপক্ষ সুরুচি সংঘ। ডুরান্ড কাপের অভিযান শেষ হয়ে যাওয়ায় লিওয়ান কাস্তানা, পাসাং দোরজি, দ্বিপ্রভাত ঘোষ সহ তরুণরা ফিরে এসেছেন রিজ়ার্ভ দলে। লিগে শেষ বার মোহনবাগান খেলেছিল ২৬ জুলাই ডার্বিতে। ফলে তরতাজা অবস্থায় দল জয়ের জন্য নামবে বলেই জানিয়েছেন কোচ ডেগি কার্ডোজো।
লিগে এ দিন পুলিশ এসি ৪-১ হারিয়েছে বিএসএসকে। পাঠচক্র ১-৩ হেরে গিয়েছে কলকাতা কাস্টমসের বিরুদ্ধে। কালীঘাট এসএলএ ১-০ ফলে হারিয়েছে মেসারার্সকে।
বৃহস্পতিবার কলকাতা লিগে: মোহনবাগান বনাম সুরুচি সংঘ। বিকেল ৩.০০, নৈহাটি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)