Advertisement
০৮ মে ২০২৪
AFC Champions League

ঘরে ফের হেরে বিদায় মুম্বইয়ের

প্রথম পর্বে আল হিলাল ৬-০ গোলে হারিয়েছিল মুম্বইকে। এ দিন অ্যাওয়ে ম্যাচে শুরুতে মুম্বই রক্ষণ সামলে খেলা শুরু করে। ফলে প্রথমার্ধে কোনও গোল হয়নি।

An image of Football

—প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ ০৬:১২
Share: Save:

হাঁটুতে অস্ত্রোপচার করিয়ে প্রায় আট মাস মাঠের বাইরে চলে গিয়েছেন নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়র। তাঁকে ছাড়াই সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল হিলাল ২-০ গোলে হারিয়ে দিয়েছে মুম্বই সিটি এফসি-কে।

প্রথম পর্বে আল হিলাল ৬-০ গোলে হারিয়েছিল মুম্বইকে। এ দিন অ্যাওয়ে ম্যাচে শুরুতে মুম্বই রক্ষণ সামলে খেলা শুরু করে। ফলে প্রথমার্ধে কোনও গোল হয়নি। ম্যাচের ছন্দ কেটে যায় ৫৪ মিনিটে। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মেহতাব সিংহ। তার পরেই ছন্দ কেটে যায় মুম্বইয়ের। ৬২ মিনিটে মাইকেল গোল করে এগিয়ে দেন আল হিলাল-কে। ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে ব্যবধান বাড়িয়ে যান ইপিএলের নিউক্যাসল এবং ফুলহ্যাম ক্লাবে খেলে আসা ২৯ বছরের সার্বিয়ার স্ট্রাইকার আলেকজান্ডার মিত্রোভিচ। দুই পর্ব মিলিয়ে ৮-০ গোলে জিতল আল হিলাল। চার ম্যাচ হেরে এ বারের মতো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শেষ হয়ে গেল মুম্বই সিটি এফসি-র।

নিয়মরক্ষার ম্যাচে ২৮ নভেম্বর মুম্বই অ্যাওয়ে ম্যাচ খেলবে এফসি নাসাজি মাজ়াদানদারান ক্লাবের বিরুদ্ধে। আগামী মাসে ঘরের মাঠে মুম্বই দলের প্রতিপক্ষ পিএফসি নাভবাহোর নামাঙ্গান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

AFC Champions League football mumbai fc Al Hilal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE