E-Paper

শেষ ষোলোয় আলজিরিয়া, সেনেগালের ত্রাতা মানে 

অন্য দিকে দুরন্ত ছন্দে নাইজিরিয়াও। শেষ ষোলোয় পৌঁছে গেল তারা। শনিবার রাতে ‘সি’ গ্রুপে রুদ্ধশ্বাস ম্যাচে টিউনিশিয়াকে ৩-২ হারায় নাইজিরিয়া।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ০৯:২৮
সাদিয়ো মানে।

সাদিয়ো মানে। ছবি: রয়টার্স।

আফরিকা কাপ অব নেশনসের শেষ ষোলোয় নাইজিরিয়ার পরে আলজিরিয়াও।

রবিবার রাতে বুর্কিনার ফাসোর বিরুদ্ধে ১-০ জেতে আলজিরিয়া। ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আলজিরিয়াকে এগিয়ে দেন রিয়াদ মাহরেজ়। সেটাই ম্যাচের একমাত্র গোল। তার পরে একাধিক সুযোগ পেয়েও নষ্ট করেন আলরিজিয়ার ফুটবলারেরা।

অন্য দিকে দুরন্ত ছন্দে নাইজিরিয়াও। শেষ ষোলোয় পৌঁছে গেল তারা। শনিবার রাতে ‘সি’ গ্রুপে রুদ্ধশ্বাস ম্যাচে টিউনিশিয়াকে ৩-২ হারায় নাইজিরিয়া। গোল করেন ভিক্টর ওসিমেন, উইলফ্রেড এনদিদি ও আলেমোলা লুকমান।

প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে নাইজিরিয়াকে এগিয়ে দেন ভিক্টর। ৫০ মিনিটে ব্যবধান বাড়ান এনদিদি। ৬৭ মিনিটে ৩-০ করেন লুকমান। কিন্তু ০-৩ পিছিয়ে পড়েও লড়াই ছাড়েনি টিউনিশিয়া। ৭৪ মিনিটে মনতাসার তালবি ১-৩ করেন। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে আলি আল আবদিল ব্যবধান কমান।

সেনেগাল বনাম কঙ্গো ম্যাচের রুদ্ধশ্বাস সমাপ্তি হয়। ৬১ মিনিটে কঙ্গোকে এগিয়ে দেন সেদ্রিক বাকামবু। ৮ মিনিট পরই গোল করে সেনেগালের হার বাঁচান সাদিয়ো মানে। ১-১ ড্রয়ের পরে ‘ডি’ গ্রুপে সেনেগাল এবং কঙ্গো— দুই দলের পয়েন্ট এখন চার।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Sadio Mane Senegal Algeria nigeria

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy