Advertisement
০৩ মে ২০২৪
Lionel Messi

কোপা আমেরিকাতেই শেষ, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চলেছেন মেসির সতীর্থ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চলেছেন আর্জেন্টিনার ফুটবলার। ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের পরেই জানিয়ে দিয়েছেন, পরের বছরের কোপা আমেরিকা খেলে আর্জেন্টিনার জার্সি পাকাপাকি ভাবে তুলে রাখবেন তিনি।

football

মেসির সঙ্গে দি মারিয়া। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৩ ১২:১৬
Share: Save:

আর মাত্র কয়েক মাস। তার পরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চলেছেন আর্জেন্টিনার ফুটবলার। অবসর নিচ্ছেন অ্যাঙ্খেল দি মারিয়া। ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের পরেই জানিয়ে দিয়েছেন, পরের বছরের কোপা আমেরিকা খেলে আর্জেন্টিনার জার্সি পাকাপাকি ভাবে তুলে রাখবেন তিনি।

আর্জেন্টিনার ফুটবলে সাম্প্রতিক কালে অন্যতম বড় চরিত্র দি মারিয়া। লিয়োনেল মেসির ছায়ায় ঢাকা পড়ে থাকলেও দেশের জার্সিতে তাঁর অবদান কিছু কম নয়। কাতার বিশ্বকাপের ফাইনালে গোল ছিল দি মারিয়ার। এ ছাড়া ২০২১ সালে ব্রাজিলের বিরুদ্ধে তাঁর একমাত্র গোলেই কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। সেটাই দীর্ঘ দিন পরে আর্জেন্টিনার কোপা জয়।

বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্রাজিলকে হারানোর পর দি মারিয়া লিখেছেন, “কোপা আমেরিকাতেই শেষ বার আর্জেন্টিনার জার্সি পরব। এই কথা বলতে গিয়ে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। গলায় দলা পাকিয়ে আসছে। কিন্তু আমার জীবনের অন্যতম সেরা উপহারকে বিদায় জানানোর এটাই সেরা সময়। সমর্থক, পরিবার, বন্ধু, সতীর্থ সবাইকে ধন্যবাদ।”

ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন দি মারিয়া। রিয়াল মাদ্রিদ, প্যারিস সঁ জরমঁ, জুভেন্টাস, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ঘুরে তিনি এখন খেলেন পর্তুগালের ক্লাব বেনফিকাতে। গত বছর বলেছিলেন, কাতার বিশ্বকাপের পরই অবসর নেবেন। ট্রফি জেতার পর ভাবনা বদলান। তবে আগামী কোপা আমেরিকাতেই শেষ হচ্ছে তাঁর অভিযান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE