Advertisement
E-Paper

পরের বছরই বদলে যেতে পারে ফুটবলের একটি নিয়ম, স্বস্তি পাবেন কোচেরা

পরের বছর বদলে যেতে পারে ফুটবলের একটি নিয়ম। সেই বদল স্বস্তি দিতে পারে কোচেদের। সৌজন্যে আর্সেনালের কোচ মিকেল আর্তেতা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ২২:৫২
football

আর্সেনালের কোচ মিকেল আর্তেতা। ছবি: রয়টার্স।

পরের বছর বদলে যেতে পারে ফুটবলের একটি নিয়ম। সেই বদল স্বস্তি দিতে পারে কোচেদের। সৌজন্যে আর্সেনালের কোচ মিকেল আর্তেতা। ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি আগামী বছরের দিকে এই আইন আনতে পারে। তার আগে সেটি সংস্থার কার্যকরী সমিতিতে পাস করাতে হবে।

কী করেছিলেন আর্তেতা?

চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিরুদ্ধে ম্যাচে আর্তেতা একটি বল ‘সাইডলাইন’ পেরনোর আগেই ধরে ফেলেছিলেন। ইন্টারের মাতেয়ো ডারমিয়ানকে থ্রো করার সুযোগও দেননি। এই অপরাধের কারণে আর্তেতাকে লাল কার্ড দেখানোর কথা ছিল। তবে রেফারি হলুদ কার্ড দেখান। আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হল, আগামী দিনে এই অপরাধে আর কোচেদের লাল কার্ড না-ও দেখানো হতে পারে।

কী হতে পারে ভবিষ্যতে?

‘ইএসপিএন’ ওয়েবসাইটের দাবি, ভবিষ্যতে যদি এ ধরনের ঘটনার ক্ষেত্রে রেফারি বুঝতে পারেন সংশ্লিষ্ট কোচের একমাত্র উদ্দেশ্য ছিল খেলা দ্রুত চালু করা, তা হলে তিনি লাল কার্ড দেখানো থেকে বিরত থাকতে পারেন। সেই কোচকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিতে পারেন। তবে এখনকার আইন অনুযায়ী, এই অপরাধের ক্ষেত্রে লাল কার্ড দেখানো হয়।

কাদের শাস্তি হয়েছে?

এ বছরই ওয়েস্ট হ্যামের কোচ কার্লোস করবিয়ান এবং স্কটিশ ক্লাব কিলমারনকের কোচ ডেরেক ম্যাকইনেস এই অপরাধ করে শাস্তি পেয়েছেন। দু’জনকেই সরাসরি লাল কার্ড দেখানো হয়েছিল।

কবে নতুন নিয়ম চালু হবে?

আইএফএবি-র ইচ্ছে পরের বছরের গ্রীষ্মে চালু করার। আগামী বছর ১ মার্চ আইএফএবি-র বার্ষিক সাধারণ সভা রয়েছে। সেখানেই শাস্তি কমানোর বিষয়টি চূড়ান্ত হতে পারে। পরের গ্রীষ্মে তা চালু করা হতে পারে।

Arsenal Mikel Arteta
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy