ইপিএল
নিউক্যাসল ১ আর্সেনাল ২
ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে ৩৪ মিনিটে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন আর্সেনালের। ২-১ গোলে জয়ের নেপথ্যে মিকেল মেরিনো-গ্যাব্রিয়েল মাগালিয়েস যুগলবন্দি।
সেন্ট পার্কে রবিবার রাতে ১৭ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল আর্সেনালের সামনে। বল নিয়ে নিউক্যাসেলের পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন ভিক্টর ইয়োকেরেস। তাঁর সামনে শুধু ছিলেন গোলরক্ষক নিক পোপ। নিউক্যাসলের শেষ প্রহরী বল বাঁচাতে সামান্য এগিয়ে এসে ঝুঁকে পড়েছিলেন। নিকের হাতের স্পর্শে পড়ে যান আর্সেনালের সুইডিশ তারকা। ভিডিয়ো প্রযুক্তি ব্যবহার করে রেফারি আর্সেনালের পেনাল্টির দাবি উড়িয়ে দেন। ২৫ মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলার মতো শট বারে লেগে ফিরে আসে। পাঁচ মিনিটের মধ্যে এবরেচি এজ়ের ভলি আটকে দেন নিক। বুকায়ো সাকার শটও বাঁচান নিউক্যাসলের গোলরক্ষক।
শুরুর ধাক্কা সামলে ঘরের মাঠে এর পরেই ঘুরে দাঁড়ায় নিউক্যাসল। ৩৪ মিনিটে দুরন্ত হেডে দলকে ১-০ এগিয়ে দেন নিক ওল্টমেড।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। কিন্তু একাধিক গোলের সুযোগ পেলেও তাঁর সদ্ব্যবহার করতে পারেননি সাকা-রা। ৮৫ মিনিটে অবশেষে স্বস্তি। ডেকলান রাইসের ভাসিয়ে দেওয়া বলে হেড করে ১-১ করেন মেরিনো। সংযুক্ত সময়ে (৯০+৬ মিনিট) নাটকীয় ভাবে ম্যাচের রং বদলে দেন গ্যাব্রিয়েল। কর্নার থেকে ভেসে আসা বল দুরন্ত হেডে জালে জড়িয়ে দেন তিনি। পুরো ম্যাচে প্রায় ৬৪ শতাংশ বল ছিল আর্সেনালের ফুটবলারদের দখলে। নিউক্যাসলের গোল লক্ষ্য করে ২০টি শট নেন তাঁরা। এর মধ্যে সাতটি শট গোলমুখি। তবে গোল হয়েছে দুটি। রুদ্ধশ্বাস জয়ের পরে উচ্ছ্বসিত আর্সেনাল ম্যানেজার আর্তেতা বলেছেন, ‘‘লক্ষ্যে পৌঁছতে হলে প্রথমে অতীত থেকে শিক্ষা নিতে হবে। এই মাঠে ব্যর্থতার অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিয়েছি। এই ম্যাচ ছিল নিজেদের প্রমাণ করার।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)