Advertisement
১১ মে ২০২৪
ATKMB

ATKMB: ডার্বি পিছনোয় অসন্তোষ জুয়ানের, পরীক্ষা বিনোর

মোহনবাগানের অনুশীলনে শনিবার যোগ দিলেন জনি কাউকো ও কার্ল ম্যাকহিউ। রবিবার কলকাতায় আসার কথা ফ্লোরেন্টিন পোগবার।

প্রস্তুতি: অনুশীলনে জুয়ান। শনিবার। ছবি: সুদীপ্ত ভৌমিক

প্রস্তুতি: অনুশীলনে জুয়ান। শনিবার। ছবি: সুদীপ্ত ভৌমিক

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ জুলাই ২০২২ ০৭:৪১
Share: Save:

ইস্টবেঙ্গলের অনুরোধে ডুরান্ড কাপের ডার্বি ১৬ অগস্টের পরিবর্তে ২৮ তারিখ হওয়ায় অসন্তুষ্ট এটিকে-মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো। শনিবার বিকেলে দ্বিতীয় দিনের অনুশীলনের পরে সাংবাদিক বৈঠকে ক্ষোভ উগরে দিলেন তিনি। জুয়ান বললেন, ‘‘ভারতে আসার পর থেকেই ঐতিহ্যশালী ডুরান্ড কাপ সম্পর্কে শুনেছি। গত বছর অন্য একটি ক্লাবের (এফসি গোয়া) হয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম। কিন্তু যে ভাবে ক্রীড়াসূচি পরিবর্তন করা হল তা একেবারেই কাম্য নয়।’’

ডুরান্ডের ডার্বি পিছিয়ে যাওয়া কেন অসন্তুষ্ট তিনি সেই ব্যাখ্যাও দিয়েছেন স্পেনীয় কোচ। বললেন, ‘‘প্রথম ম্যাচ ডার্বি খেলতে হবে জানার পরেই আমরা প্রস্তুতির বিশেষ পরিকল্পনা করেছিলাম। এখন তা বদলাতে হবে। এটা খুবই সমস্যার। যে ভাবে ক্রীড়সূচি পরিবর্তন করা হচ্ছে তাতে আমি অত্যন্ত হতাশ। এর ফলে এই প্রতিযোগিতার গুরুত্বই নষ্ট হয়ে যাচ্ছে।’’ মোহনবাগানের অনুশীলনে শনিবার যোগ দিলেন জনি কাউকো ও কার্ল ম্যাকহিউ। রবিবার কলকাতায় আসার কথা ফ্লোরেন্টিন পোগবার।

শনিবারই ইস্টবেঙ্গল তাঁবুতে কলকাতা লিগ ও ডুরান্ড কাপে কোচ হওয়া বিনো জর্জকে লাল-হলুদ উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয়। শনিবার দুপুরে ইস্টবেঙ্গলের মাঠ, জিম ঘুরে দেখলেন তিনি। বললেন, “ইস্টবেঙ্গল ভারতের অন্যতম সেরা ক্লাব। মাঠ, জিম ও অন্যান্য পরিকাঠামো দেখে অভিভূত। অতীত গৌরব ফিরিয়ে আনতে চাই।” লাল-হলুদের শীর্ষ কর্তা দেবব্রত সরকার বললেন, ‘‘বিনোকে বলেছি, ফুটবলারদের দেখে নিতে। দলের প্রয়োজনে কোন কোন বিভাগে আরও ফুটবলার লাগবে তা জানাতে। কলকাতা লিগে জন্য বিদেশি কাদের দরকার সেটাও জানাতে বলেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ATKMB Juan Ferrando Durand Cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE