সবার অলক্ষ্যেই মোহনবাগান ক্লাবে এসে ঘুরে গেলেন কোচ জুয়ান ফেরান্দো। শুক্রবার সকালে আচমকাই সবুজ-মেরুন ক্লাবে চলে আসেন তিনি। ঘুরে দেখেন মাঠ, জিমন্যাসিয়াম। আধ ঘণ্টা মতো কাটিয়ে তিনি হোটেলে ফিরে যান। ওই টুকু সময়েই হাতে গোনা কয়েক জন সমর্থক কোচকে দেখে উচ্ছ্বসিত।
এএফসি কাপের প্রাথমিক পর্বের যোগ্যতা অর্জনের ম্যাচ খেলতে এই মুহূর্তে কলকাতাতেই রয়েছে এটিকে মোহনবাগান। রোজই যুবভারতী স্টেডিয়ামের অনুশীলন মাঠে প্রস্তুতি চালাচ্ছে দল। জানা গিয়েছে, এর মাঝেই ধর্মতলায় ময়দান মার্কেটে কিছু কেনাকাটা করতে এসেছিলেন ফেরান্দো। তখনই জানতে পারেন মোহনবাগান মাঠ আর কিছুটা দূরেই। সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে চলে যান সবুজ-মেরুন তাঁবুতে।