কোপা দেল রে-র কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা ৫-০ গোলে হারাল ভ্যালেন্সিয়াকে। হ্যাটট্রিক করলেন ফেরান তোরেস। লা লিগায় ঠিক আগের ম্যাচেই লিয়োনেল মেসির পুরনো ক্লাব ৭-১ গোলে হারিয়েছিল এই ভ্যালেন্সিয়াকেই। এ বারও বড় জয়, এবং পাঁচ গোলে! তোরেসের হ্যাটট্রিকের পাশাপাশি একটি করে গোল করলেন ফারমিন লোপেজ় ও লামিনে ইয়ামাল।
তোরেস একসময় ভ্যালেন্সিয়াতেই খেলতেন। খেলার তিন মিনিটেই তিনি ১-০ করে দেন। আর আধ ঘণ্টার মধ্যে হয়ে যায় তাঁর হ্যাটট্রিক। তোরেস হ্যাটট্রিক করে বলেছেন, ‘‘আমরা ভেবেছিলাম এটা খুব কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে। কারণ, মেস্তায়ায় খেলা সব সময় কঠিন। আমাদের ভাগ্য ভাল যে আমরা ম্যাচের প্রথম দিকেই গোল করেছি।’’
বার্সার নতুন জার্মান কোচ হান্সি ফ্লিকের প্রতিক্রিয়া, ‘‘দল কিন্তু প্রথম মিনিট থেকেই আগ্রাসী খেলেছে। ছেলেদের বলেছিলাম, কোয়ার্টার ফাইনালে কোনও দ্বিতীয় সুযোগ নেই। ওরা সত্যিই আমার কথা রেখে দারুণ খেলেছে। শুরু থেকেই আমরা মনোযোগী ছিলাম সুযোগ তৈরি করতে। সবচেয়ে বড় কথা সেইসব সুযোগ কাজে লাগিয়ে গোলও করেছি।’’
অন্য কোয়ার্টার ফাইনালে রিয়াল সোসিয়েদাদ ২-০ গোলে ওসাসুনাকে হারিয়ে শেষ চারে উঠেছে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)