ইউক্রেনের লিগে ফুটবল খেলতে এসেছিলেন ব্রাজিলের একাধিক ফুটবলার। এই যুদ্ধের পরিস্থিতিতে এ বার দেশে ফিরতে চাইছেন তাঁরা। ইউক্রেনের রাজধানী কিভের একটি হোটেল থেকে ভিডিয়ো বার্তায় সেই আর্জি করেছেন ব্রাজিলের ফুটবলাররা এবং তাঁদের পরিবার।
এক সাংবাদিক টুইটে ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে ফুটবলাররা বলেছেন, “সীমান্ত বন্ধ, ব্যাঙ্ক বন্ধ, তেল নেই, খাবারও প্রায় নেই। টাকা নেই। আমরা ইউক্রেন ছাড়ার পরিকল্পনা করছি।” ডায়নামো কিভ, শাখতারের মতো দলগুলিতে ব্রাজিলের বেশ কিছু ফুটবলার খেলেন। ব্রাজিলের জুনিয়র মোরেয়েজ খেলেন শাখতারে। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘সমস্ত বন্ধু এবং পরিজনরা, এখানে পরিস্থিতি গুরুতর। আমরা কিভে একটি হোটেলে আটকে আছি। বার হওয়ার পথ খুঁজছি। আমাদের জন্য প্রার্থনা করো।’