ফিফা ক্লাব বিশ্বকাপে অবিশ্বাস্য জয় চেলসির। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী প্যারিস সঁ জরমঁকে ৩-০ গোলে হারাল ইংল্যান্ডের ক্লাব। জোড়া গোল কোল পামারের। একটি গোল দেন জোয়াও পেদ্রো।
ম্যাচের ২২ মিনিটে ডান প্রান্ত থেকে বল পেয়ে গোলরক্ষকের ডান প্রান্তের কোণ দিয়ে বল জালে জড়ান পামার। দ্বিতীয় গোলটিও প্রায় একই ভঙ্গিতে। ৩০ মিনিটের মাথায় একই ভাবে গোলরক্ষকের ডান প্রান্তের কোণ থেকে গোল করে চেলসিকে ২-০ এগিয়ে দেন পামার।
ব্যবধান বাড়ান পেদ্রো। ম্যাচ জুড়ে অসাধারণ ফুটবল উপহার দিয়েছিলেন তিনি। ব্রাজিলীয় স্ট্রাইকারের নামের পাশে ফাইলানে একটি গোল লেখা না থাকলে হয়তো এই জয় পূরণ হত না। শেষমেশ হতাশ করলেন মা পেদ্রো। ৪৩ মিনিটে ৩-০ করেন তিনি।
প্রথমার্ধেই ৩-০ হয়ে যাওয়ার পরে আর ম্যাচে ফিরতে পারেনি পিএসজি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে কেন ফুটবলারেরা সেরাটা দিতে পারলেন না উঠছে প্রশ্ন।
শুরু থেকে আক্রমণ করার ফল পেল চেলসি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)