ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার লিভারপুলের বিরুদ্ধে শেষ মুহূর্তে জিতল চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে জয় উপহার দিলেন ১৮ বছরের ব্রাজিলীয় ফরোয়ার্ড এস্তেভাও। মার্ক কুকুরেয়ার পাস থেকে শরীর যতটা সম্ভব এগিয়ে একটি টোকায় বল জালে জড়ালেনতরুণ ফুটবলার।
১৪ মিনিটে দুরন্ত গোলে চেলসিকে এগিয়ে দিয়েছিলেন কাইসেদো। ৬৩ মিনিটে ১-১ করেন কোডি গাকপো। তারপর থেকে আত্মবিশ্বাস ফেরে লিভারপুল শিবিরে। কিন্তু মহম্মদ সালাহ যা সুযোগ নষ্ট করেছেন, তার পরে লিভারপুলের মনোবল ভেঙে যায়। শেষমেশ এস্তেভাও ৯৬ মিনিটে ২-১ করেন।
ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের সরণিতে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে সান্ডারল্যান্ডকে ২-০ হারাল রুবেন আমোরিমের দল। গোলকিপার সেন ল্যামেন্সের অভিষেক ম্যাচে চলতি ইপিএলে এই প্রথম একটিও গোল হজম করল না ‘রেড ডেভিলস’।
প্রথমার্ধেই সান্ডারল্যান্ডের উপরে ক্রমশ আক্রমণ করতে থাকেন ব্রুনো ফের্নান্দেসরা। আমোরিমের পরিকল্পনা ছিল, প্রথমার্ধেই বিপক্ষকে চাপে ফেলে দেওয়ার। সেটাই হয়েছে। প্রথমার্ধেই দু’গোলে এগিয়ে গিয়েছিল ইউনাইটেড।
শনিবারের ম্যাচটি ছিল ইউনাইটেডের ডাগআউটে আমোরিমের ৫০তম। মাইলফলকের ম্যাচে শুরুতেই গোল হজম করতে পারত ইউনাইটেড। চতুর্থ মিনিটে সান্ডারল্যান্ডের বার্টান্ড ট্রাওরে বক্সের সামনে ফাঁকায় বল পেয়েও পা ছোঁয়াতে পারেননি। সূবর্ণ সুযোগ নষ্টের কয়েক মিনিট পরই খেসারত দিতে হয় সফরকারীদের।
৮ মিনিটের সময় ব্রায়ান এমবুয়েমোর কাছ থেকে পাওয়া বল জালে জড়িয়ে ইউনাইটেডকে এগিয়ে দেন মাউন্ট। প্রিমিয়ার লিগে ইউনাইটেডের জার্সিতে ওল্ড ট্রাফোর্ডে তাঁর প্রথম গোল এটি, সব মিলিয়ে তৃতীয় গোল। এই গোলটি ইউনাইটেড খেলোয়াড়দের টানা ১৮টি পাসের ফসল। বক্সের মধ্যে বল পেয়ে ভলি মেরে গোল করেন মাউন্ট। ম্যাচ শেষে বলেছেন, ‘‘ঈশ্বরের কাছে প্রার্থনা করে এসেছিলাম। তার ফল পেলাম।’’ যোগ করেন, ‘‘ছন্দটা ধরে রাখাই এখন সব চেয়ে বড় কাজ।’’
দ্বিতীয় গোল করে যান বেঞ্জামিন সেসকো। ক্রস থেকে পা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দেন তিনি।
ইউনাইটেডের জয়ের দিন দু’গোলে জিতল আর্সেনালও। ডেক্লান রাইস ও বুকায়ো সাকার গোলে ওয়েস্ট হ্যামকে ২-০ গোলে হারিয়েছে মিকেল আর্তেতার দল। রাইসের গোলটি এসেছে ৩৮ মিনিটে, সাকারটি ৬৭ মিনিটে পেনাল্টি থেকে।
ম্যাচ শেষে সাকা বলেছেন, ‘‘স্বস্তির জয়। ওয়েস্ট হ্যাম খারাপ দল নয়। দীর্ঘদিন ধরে খেলছে ইপিএলে। আমরা চেষ্টা করেছিলাম গোল না খাওয়ার। সেই লক্ষ্যে সফল।’’ যোগ করেন, ‘‘আমাদের দলের প্রত্যেকে আত্মবিশ্বাসী ছিল এই ম্যাচ জেতার। আমরা চেয়েছিলাম, ওয়েস্ট হ্যামকে চাপে রাখতে শুরু থেকেই। সেই লক্ষ্যে আশা করি সফল হয়েছি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)