ভিয়ারিয়ালকে ৩-১ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ জয়ের সরণিতে ফিরলেও ব্যর্থ বার্সেলোনা। লা লিগায় সেভিয়ার বিরুদ্ধে ১-৪ গোলে হারের লজ্জায় মুখ ঢেকে মাঠ ছাড়লেন রবার্ট লেয়নডস্কিরা।
চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সঁ জরমঁ-এর বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল বার্সা। কিন্তু চোটের কারণে লামিনে ইয়ামাল ও রাফিনহাকে ছাড়াই দল নামিয়েছিলেন ম্যানেজার হান্সি ফ্লিক। খেলা শুরু হওয়ার ১৩ মিনিটের মধ্যেই ধাক্কা খায় বার্সা। সেভিয়ার ইসাক রোমেরোকে নিজেদের পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করেন রোনাল্ড আরাউহো। ভিডিয়ো প্রযুক্তি ব্যবহার করে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পুরনো দলের বিরুদ্ধে গোল করে সেভিয়াকে এগিয়ে দেন আলেক্সিস স্যাঞ্চেস। এই গোলের পরেই কার্যত ম্যাচ থেকে হারিয়ে যায় বার্সা। আক্রমণের ঝড় তোলে সেভিয়া। ৩৭ মিনিটে রুবেন ভার্গাসের পাস থেকে ২-০ করেন রোমেরো।
প্রথমার্ধের সংযুক্ত সময়ে (৪৫+২ মিনিট) পেদ্রির ক্রস থেকে দুর্দান্ত ভলিতে মার্কাস র্যাশফোর্ড ব্যবধান কমানোয় উল্লসিত হয়ে উঠেছিলেন বার্সার সমর্থকেরা। আশা করেছিলেন, বিরতির পরে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতবেন রবার্ট লেয়নডস্কিরা। ৭৬ মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগও চলে এসেছিল। কিন্তু পেনাল্টি থেকে লেয়নডস্কি বল মারলেন বাইরে। ৯০ মিনিটে হোসে আঙ্খেল কারমোনা ব্যবধান বাড়ান। সংযুক্ত সময়ে (৯০+৬ মিনিট) আকর অ্যাডমস ৪-১ করেন। এই হারের ফলে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সা। সমসংখ্যক ম্যাচ খেলে টেবলের শীর্ষ স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহে ২১ পয়েন্ট।
সেভিয়ার বিরুদ্ধে হারের ধাক্কার মধ্যেই ইয়ামালকে নিয়ে উদ্বেগ আরও বাড়ল বার্সা শিবিরে। চোটের কারণে এই ম্যাচে তিনি ছিলেন না। আগামী ২৬ অক্টোবর রিয়ালের বিরুদ্ধে এল ক্লাসিকোতেও অনিশ্চিত ইয়ামাল। ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে বুলগেরিয়া ও তুরস্কের বিরুদ্ধে ম্যাচে কুঁচকির চোটে জর্জরিত বার্সা তারকা খেলেছিলেন ইঞ্জেকশন নিয়ে। কিন্তু তার পরে লা লিগায় ভ্যালেন্সিয়া, খেতাফে ও রিয়াল ওভিয়েদোর বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধেও ছিলেন না। তবে পিএসজির বিরুদ্ধে পুরো ৯০ মিনিট খেললেও মাঠ ছাড়ার সময় তাঁকে খোঁড়াতে দেখা যায়।
এর পরেই বার্সার তরফে জানানো হয়, ইয়ামালের কুঁচকির চোট আরও বেড়েছে। পুরোপুরি সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ লাগতে পারে তাঁর। সে ক্ষেত্রে ২৬ অক্টোবর এল ক্লাসিকোয় ইয়ামালের খেলতে সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু সেভিয়ার বিরুদ্ধে ম্যাচের পরেই ফ্লিক বলেছেন, ‘‘ইয়ামালের সঙ্গে কথা বলেছি। ওর অবস্থা ভাল নয়। দুই, তিন বা চার সপ্তাহের মধ্যে ও খেলতে পারবে কি না, এখনই বলা সম্ভব নয়। আমাদের অপেক্ষা করতে হবে। আগামী কয়েক সপ্তাহ ইয়ামালকে রিহ্যাব
করতে হবে।’’
ইয়ামালের চোটের জন্য ফ্লিক কাঠগড়ায় তুলছেন স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তেকে। তাঁর অভিযোগ, সম্পূর্ণ সুস্থ না হওয়া সত্ত্বেও খেলানো হয়েছিল বার্সা তারকাকে। এই কারণেই চোট বেড়েছে ইয়ামালের। যদিও আগামী জর্জিয়া (১১ অক্টোবর) এবং বুলগেরিয়ার (১৪ অক্টোবর) বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের জন্য ম্যাচে ইয়ামালকে জাতীয় দলে রেখেছেন ফুয়েন্তে।
লা লিগা
সেভিয়া ৪- ১ বার্সেলোনা
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)