মঙ্গলবার যে মাঠে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল মোহনবাগান, বুধবার সেই মাঠেই বদলা নিল লাল-হলুদ। চলতি মরসুমে তৃতীয় ডার্বি জিতল ইস্টবেঙ্গল। বড়রা না পারলেও ছোটরা তিন বার হারাল মোহনবাগানকে। অনূর্ধ্ব-১৩ সাব জুনিয়র লিগের ডার্বি জিতল লাল-হলুদ।
বুধবার এআইএফএফ অনূর্ধ্ব-১৩ সাব জুনিয়র লিগের ডার্বি ছিল। বাঁশবেড়িয়ার কিশোর সংঘের মাঠে ৪-১ গোলে মোহনবাগানকে হারিয়েছে ইস্টবেঙ্গল। ৯ মিনিটে লাল-হলুদের প্রথম গোল করেন মহম্মদ আহমেদ ওয়াডু। ৩৫ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান ওয়ালিদ হোসেন। ৪০ মিনিটে বাগানের হয়ে এক গোল শোধ করেন সাগ্নিক কুন্ডু। প্রথমার্ধেই আরও একটি গোল করেন ওয়ালিদ। ৩-১ গোলে এগিয়ে বিরতিতে যায় ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ কমায়নি ইস্টবেঙ্গল। তার ফল পায় তারা। ৬২ মিনিটের মাথায় রোহন শেখ দলের চতুর্থ গোল করেন। ম্যাচে আর গোল হয়নি। ৪-১ গোলে জিতে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল। এই জয়ের পরেও দ্বিতীয় স্থানে লাল-হলুদ। ন’টি ম্যাচের মধ্যে পাঁচটি জিতে ১৭ পয়েন্ট তাদের। ডার্বি হারলেও শীর্ষে রয়েছে মোহনবাগান। ন’টি ম্যাচের মধ্যে সাতটি জিতে তাদের পয়েন্ট ২২। লিগে এই প্রথম কোনও ম্যাচ হারল সবুজ-মেরুন।
আরও পড়ুন:
মঙ্গলবার এই মাঠেই এআইএফএফ অনূর্ধ্ব-১৫ জুনিয়র লিগে ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারিয়েছিল মোহনবাগান। চলতি মরসুমে মোহনবাগান ও ইস্টবেঙ্গল মোট ১৫ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে মোহনবাগান জিতেছে ১০ বার। দু’টি ম্যাচ ড্র হয়েছে। মরসুমে তিনটি ডার্বি জিতেছে ইস্টবেঙ্গল। এর আগে ২০২৪ সালের ২৪ মার্চ ও ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি দু’টি ডার্বি জিতেছিল তারা। দু’টি জয়ই এসেছিল রিলায়্যান্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ম্যাচে।
সিনিয়রদের ডার্বিতে ইস্টবেঙ্গলের অবস্থা আরও খারাপ। আইএসএলে এখনও পর্যন্ত একটি ডার্বিও জিততে পারেনি তারা। মোট ১০ বারের সাক্ষাতে মোহনবাগান জিতেছে ন’বার। একটি ম্যাচ ড্র হয়েছে। এ বারও দু’টি ম্যাচ হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। টানা দু’বার আইএসএল লিগ-শিল্ড জিতেছে মোহনবাগান। এ বার আইএসএল কাপ জেতার লক্ষ্যে তারা। অন্য দিকে আরও একটি মরসুমে প্লে-অফে উঠতে পারেনি ইস্টবেঙ্গল। অনেক লড়াই করেও ব্যর্থ হয়েছে লাল-হলুদ।