অশান্তির আবহেই সুপার কাপের প্রস্তুতি শুরু হয়ে গেল ইস্টবেঙ্গলে। চব্বিশ ঘণ্টা আগে গোয়া বিমানবন্দরে প্রকাশ্যেই অস্কার ব্রুসোর সঙ্গে সংঘাতে জড়িয়ে পদত্যাগ করে কলকাতা ফিরে এসেছেন গোলরক্ষক কোচ সন্দীপ নন্দী। এ বার তিনি স্পেনীয় কোচের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করলেন। জানিয়ে দিলেন ইস্টবেঙ্গল-সহ সর্বভারতীয় ফুটবল ফেডারেশন, আইএফএ, ক্রীড়ামন্ত্রী এবং ফুটবলারদের সংস্থার কাছে অস্কারের নামে অভিযোগ জানিয়ে চিঠি দেবেন।
অস্কার-সন্দীপ সংঘাতের সূত্রপাত আইএফএ শিল্ডের ফাইনালে। টাইব্রেকার শুরু হওয়ার আগে গোলরক্ষক প্রভসুখন সিংহ গিলের পরিবর্তে দেবজিৎ মজুমদারকে নামানোর পরামর্শ দিয়েছিলেন সন্দীপ। ৪-৫ হারের পরে সাংবাদিক বৈঠকে অস্কার খোলাখুলি জানিয়েছিলেন, সহকারী কোচেদের কথা শুনে দেবজিৎকে নামানোর সিদ্ধান্ত ভুল ছিল।
ইস্টবেঙ্গল কোচের এই মন্তব্যের পরেই স্পষ্ট হয়ে ওঠে ঝড় আসতে চলেছে ইস্টবেঙ্গল শিবিরে। আইএফএ শিল্ড ফাইনালের আটচল্লিশ ঘণ্টার মধ্যেই তা আছড়ে পড়ে লাল-হলুদ অন্দরমহলে। সুপার কাপ খেলতে গোয়া বিমানবন্দরে নামার পরেই ফুটবলারদের সামনেই নজিরবিহীন ভাবে বিবাদে জড়িয়ে পড়েন অস্কার ও সন্দীপ। এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন সমর্থকেরা। তাঁদের আশঙ্কা, দুই কোচের বিবাদের প্রভাব সুপার কাপে দলের উপরে পড়তে পারে। এই পরিস্থিতিতে ‘গৃহযুদ্ধ’ থামাতে আসরে নেমেছেন ক্লাব এবং লগ্নিকারী সংস্থার কর্তারা। অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকারের পরিকল্পনা রয়েছে গোয়া যাওয়ার। আনন্দবাজারকে তিনি বললেন, ‘‘কোচের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। ওঁর কোচিংয়ে দল ঘুরে দাঁড়িয়েছে। পরিকল্পনা রয়েছে গোয়া যাওয়ার।’’ যোগ করেছেন, ‘‘আইফএ শিল্ড ফাইনালে আমরা জিততে পারিনি দুর্ভাগ্যবশত। তবে আধিপত্য নিয়েই খেলেছিল। আশা করছি, এই ধারাবাহিকতা সুপার কাপেও বজায় থাকব। আমরা এ বার চ্যাম্পিয়ন হব।’’
ইস্টবেঙ্গলের লগ্নিকারী সংস্থার কর্তাদের গলাতেও একই সুর। তবে তাঁরা প্রশ্ন তুলছেন সদ্য পদত্যাগ করা গোলরক্ষক কোচের ভূমিকা নিয়েও। আইএফএ শিল্ড ফাইনালের আগের দিন টাইব্রেকার অনুশীলন না করানোর অভিযোগ উঠেছে সন্দীপের বিরুদ্ধে। সদ্য প্রাক্তন ইস্টবেঙ্গলের গোলরক্ষক কোচ দাবি করেছিলেন, অস্কারের আতঙ্কেই টাইব্রেকার অনুশীলন করাননি।
সন্দীপের অভিযোগকে একেবারেই গুরুত্ব দিতে রাজি নন লগ্নিকারী সংস্থার কর্তারা। তাঁদের পাল্টা প্রশ্ন, ‘‘এত যদি সমস্যা হচ্ছিল কাজ করতে, সন্দীপ নন্দী আগে কেন কিছু বলেননি? আমাদের একমাত্র লক্ষ্য ইস্টবেঙ্গলের উন্নতি।’’ মঙ্গলবার থেকেই নতুন গোলরক্ষক কোচ নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে ফুটবল বিভাগের প্রধান থাংবোই সিংথোকে। সূত্রের খবর, কয়েক দিনের মধ্যেই তাঁকে গোলরক্ষক কোচেদের তালিকা জমা দিতে বলা হয়েছে।
সুপার কাপে ইস্টবেঙ্গল অভিযান শুরু করবে আগামী শনিবার। প্রতিপক্ষ ডেম্পো। দ্বিতীয় ম্যাচ চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে ২৮ অক্টোবর। ৩১ অক্টোবর মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ডার্বি। আইএফএ শিল্ডের ফাইনালে হারের যন্ত্রণা ভুলতে এই ম্যাচকেই পাখির চোখ করেছেন অস্কার। অন্দরমহলের অশান্তির আবহে ইস্টবেঙ্গলের ছন্দে ফেরাই এখন বড় পরীক্ষা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)