Advertisement
১৯ এপ্রিল ২০২৪
East Bengal

East Bengal: ইস্টবেঙ্গলের মহাফেজখানায় থাকবে পঞ্চপাণ্ডবের মূর্তি, কৃশানুর বুট

আগামী বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন ইস্টবেঙ্গলের মহাফেজখানা। সেখানে থাকবে অনেক দুষ্প্রাপ্য জিনিস।

ইস্টবেঙ্গলের মহাফেজখানার দেখার সুযোগ সমর্থকদের।

ইস্টবেঙ্গলের মহাফেজখানার দেখার সুযোগ সমর্থকদের। ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২২ ২০:৪৩
Share: Save:

আগামী বুধবার ইস্টবেঙ্গল ক্লাবে উদ্বোধন হতে চলেছে ‘রাজা সুরেশ চন্দ্র চৌধুরি মেমোরিয়াল আর্কাইভে’র। হাজির থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষে স্বাধীনতা দিবসের আগে থেকেই লাল-হলুদ তাঁবুতে সাজো সাজো রব। ক্লাব সাজানো হয়েছে আলো দিয়ে। এমন মহাফেজখানা কলকাতার কোনও ক্লাবে এই প্রথম। ক্লাবের সঙ্গে জড়িত বিভিন্ন পুরনো জিনিস থাকবে সেখানে।

ক্লাব সহ-সচিব রূপক সাহা রবিবার সাংবাদিক বৈঠকে জানালেন, পুরনো দিনের খেলার ভিডিয়ো যেমন মহাফেজখানায় থাকবে, তেমনই খেলোয়াড়দের জার্সি, বুট-সহ একাধিক জিনিস রাখা থাকবে। ক্লাবের সম্পর্কিত বিভিন্ন বই, তথ্য, সংবাদপত্রের প্রতিবেদনও রাখা হবে। ক্লাবের কর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, পঞ্চপাণ্ডবের মূর্তি থাকবে মহাফেজখানায়। পাশাপাশি রাখা হবে প্রাক্তন কিংবদন্তি ফুটবলার কৃশানু দে-র খেলা শেষ ম্যাচের বুটও।

দেবব্রত জানিয়েছেন, খেলোয়াড়, রাজনীতি, কবি-সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষকে বুধবারের অনুষ্ঠানে ডাকা হবে। গ্যালারির একটা অংশে দর্শকদের বসার ব্যবস্থা থাকবে। যাঁদের কাছে ক্লাবের সদস্য কার্ড রয়েছে, তাঁরা সেটি দেখিয়ে ঢুকতে পারেন। বাকিদের ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে ঢুকতে দেওয়া হবে। দেবব্রতের আশা, অন্তত হাজার দেড়েক মানুষ অনুষ্ঠান দেখতে পারবেন। নিরাপত্তার কারণেই এর থেকে বেশি দর্শককে ঢুকতে দেওয়া যাবে না। পাশাপাশি ছাতা, হেলমেট, জলের বোতলের মতো জিনিস নিয়েও ভেতরে ঢোকা যাবে না।

যাঁর নামে এই মহাফেজখানা, সেই সুরেশ চন্দ্র চৌধুরির পরিবারকেও আমন্ত্রণ জানানো হয়েছে। উদ্বোধনের পরের দিন থেকেই এই মহাফেজখানা সাধারণের জন্য খুলে দেওয়া হবে। দুপুর দুটো থেকে সন্ধে ছ’টা পর্যন্ত খোলা থাকবে। কোনও ছাত্র, গবেষক বা অন্য কেউ যদি এই মহাফেজখানার কোনও জিনিস ব্যবহার করতে চান, লিখিত আবেদনের ভিত্তিতে সেই অনুমতি দেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

East Bengal Archive Krishanu Dey
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE