দলবদলের নিয়মে বড় পদক্ষেপ করতে চলেছে ফিফা। শনিবার ফিফা শৃঙ্খলারক্ষা কমিটি এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। ফলে আনোয়ার আলির সই বিতর্কে আপাতত স্বস্তিতে ইস্টবেঙ্গল। সমাজমাধ্যমে সেই দাবি করেছেন দিল্লি এফসি-র এক কর্তা।
ফিফার বিবৃতি অনুযায়ী, দলবদল সংক্রান্ত যে সমস্ত মামলা বিশ্বের বিভিন্ন দেশের ফেডারেশনে এই মুহূর্তে বিচারাধীন, সেগুলির উপরে সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
এই ঘোষণায় আনোয়ার-কে নিয়ে স্বস্তির হাওয়া ইস্টবেঙ্গল শিবিরে। ফিফার নতুন নিয়ম কার্যকর না হওয়া পর্যন্ত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার্স স্টেটাস কমিটি একক ভাবে কোনও সিদ্ধান্ত নিতে পারবে না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)