এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে খেলার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল ইস্টবেঙ্গল। সোমবার কম্বোডিয়ার ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে সে দেশের ক্লাব নম পেন ক্রাউনকে ১-০ গোলে হারাল তারা। একমাত্র গোলটি করেন ফাজিলা ইকওয়াপুট। আগামী ৩১ অগস্ট হংকংয়ের কিচি এসসি-র সঙ্গে খেলবে ইস্টবেঙ্গল। সেই ম্যাচ জিতলে সরাসরি মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে তারা।
মহিলাদের আই লিগ জেতার সুবাদে এই প্রথম এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে খেলার সুযোগ পেয়েছে ইস্টবেঙ্গল। ক্রাউনের বিরুদ্ধে এ দিন গোটা ম্যাচে লাল-হলুদের দাপটই ছিল বেশি। তবে প্রথমার্ধে কম্বোডিয়ার ক্লাবটিও বেশ লড়াই হয়েছে। দু’দলই গোলের কাছাকাছি পৌঁছেও সুযোগ কাজে লাগাতে পারেনি। ৪২ মিনিটে বিপক্ষের জালে বল জড়িয়েছিলেন ফাজিলা। তবে অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়।
দ্বিতীয়ার্ধে আক্রমণ আরও বাড়িয়ে দেয় ইস্টবেঙ্গল। ৪৭ মিনিটে ফাজিলার অসাধারণ শট বাঁচিয়ে দেন ক্রাউনের গোলকিপার চেয়া ফারিয়া। এক মিনিট পরেও বক্সের মধ্যে থেকে বাইরে শট মেরে বসেন সুলঞ্জনা রাউল। এর পর দু’টি সুযোগ নষ্ট করেন ফাজিলা এবং সঙ্গীতা বাসফোর।
আরও পড়ুন:
অবশেষে ৭০ মিনিটে আসে গোল। নিখুঁত ক্রসে ফাজিলাকে খুঁজে নেন রেস্টি নানজিরি। কাছ থেকে শটে গোল করেন ফাজিলা। সংযুক্তি সময়ের পঞ্চম মিনিটে ফাজিলা ফাউল করায় লাল কার্ড দেখেন বিপক্ষ গোলকিরায় চেয়া।