সর্বভারতীয় ফুটবল সংস্থার (এআইএফএফ) সভাপতি প্রফুল্ল পটেলকে সরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার জায়গায় নিয়ে আসা হয়েছে প্রশাসকদের কমিটি, যার সদস্য বিচারপতি অনিল দাভে, বিচারপতি এসওয়াই কুরেশি এবং প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়। কেন্দ্রীয় ক্রীড়াবিধি অনুযায়ী সংবিধান সংশোধনের দায়িত্ব তাঁদের উপরেই।
তবে কেউ কেউ মনে করছেন, এই কাণ্ডের পর ফিফা নির্বাসিত করতে পারে এআইএফএফ-কে। কারণ, ফিফার নিয়ম অনুযায়ী প্রতিটি দেশের ফুটবল সংস্থাকে স্বশাসিত হতে হবে। তৃতীয় পক্ষের অনুপ্রবেশ চলবে না। এ ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ কিছুটা হলেও তৃতীয় পক্ষের অনুপ্রবেশের মতোই। ফলে নির্বাসনের আশঙ্কা সামান্য হলেও রয়েছে। ফিফা নির্বাসিত করলে এ বছরের শেষে হতে চলা অনূর্ধ্ব-১৭ মহিলাদের বিশ্বকাপ বা এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের ম্যাচ আয়োজন করতে পারবে না ভারত।