Advertisement
২৭ জুলাই ২০২৪
Cristiano Ronaldo

পর্তুগাল শিবিরে অশান্তি, গোসা হয়েছে রোনাল্ডোর! গ্রুপের শেষ খেলার আগে অনুশীলনে গরহাজির

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামবে পর্তুগাল। কিন্তু তার আগে দলের অনুশীলনে দেখা গেল না রোনাল্ডোকে। আগের ম্যাচে গোল বাতিল হওয়ায় কি রাগ করেছেন তিনি?

পর্তুগাল শিবিরে কি অশান্তি চলছে? তার কারণ কি রোনাল্ডো? শুরু হয়েছে জল্পনা।

পর্তুগাল শিবিরে কি অশান্তি চলছে? তার কারণ কি রোনাল্ডো? শুরু হয়েছে জল্পনা। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২২ ২৩:৩৪
Share: Save:

বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে আগেই পৌঁছে গিয়েছে পর্তুগাল। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ নিয়মরক্ষার। তবে এই ম্যাচ জিতলে ১০০ শতাংশ জয়ের রেকর্ড নিয়ে পরের রাউন্ডে যেতে পারবে পর্তুগাল। অথচ সেই ম্যাচের আগে পর্তুগালের অনুশীলনে দেখা গেল না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। উরুগুয়ের বিরুদ্ধে তাঁর গোল বাতিল হওয়ায় কি গোসা হয়েছে রোনাল্ডোর? তার জেরে কি পর্তুগাল শিবিরে অশান্তি হয়েছে? না কি অন্য কোনও সমস্যা হয়েছে পর্তুগালের অধিনায়কের?

জানা গিয়েছে, শারীরিক কোনও সমস্যা নেই রোনাল্ডোর। এমনিই নাকি অনুশীলন করেননি তিনি। তবে একাই বেশ খানিক ক্ষণ জিমে শরীরচর্চা করেছেন। দলের সঙ্গে তাঁর সম্পর্কে কোনও সমস্যা হয়েছে কি না তা অবশ্য এখনও জানা যায়নি।

সোমবার রাতে উরুগুয়ের বিপক্ষে দ্বিতীয়ার্ধে ব্রুনো ফের্নান্দেসের করা একটি গোল নিয়েই যত গোল বেঁধেছে। ফের্নান্দেসের করা ক্রসে হেড দেওয়ার জন্য লাফিয়েছিলেন রোনাল্ডো। বল জালে জড়িয়ে যেতে উৎসব করতে দেখা যায় রোনাল্ডোকে। গোলটি তাঁর নামেই লেখা হয়েছিল প্রথমে। কিন্তু রিপ্লেতে দেখা যায় বল রোনাল্ডোর মাথায় লাগেনি। তখন রোনাল্ডোর বদলে গোলটি দেওয়া হয় ফের্নান্দেসকে। যা মেনে নিতে পারছেন না রোনাল্ডো।

ম্যাচ শেষে রোনাল্ডোকে দেখা যায় রেফারিকে গোলটির ব্যাপারে বলতে। তিনি তখনও দাবি করেন যে, বল তাঁর মাথায় লেগেছে। কিন্তু রিপ্লেতে তা বোঝা যায়নি। রেফারি নিজের সিদ্ধান্তও বদলাননি। ম্যাচের দু’টি গোলই ফের্নান্দেসের পক্ষেই দেওয়া হয়। পর্তুগালও জিতে যায়। কিন্তু পর্তুগিজ অধিনায়ক গোল না পেয়ে খুশি হতে পারেননি। ম্যাচ শেষ হওয়ার পরেও সেটাই স্পষ্ট। স্পেনের এক সংবাদমাধ্যমের দাবি, পর্তুগালের ফুটবল সংস্থা ফিফাকে প্রমাণ দেবে যে গোলটি ফের্নান্দেসের নয় রোনাল্ডোর প্রাপ্য। সেই প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে দাবি করছে সেই সংবাদমাধ্যম।

পর্তুগাল শিবিরে রোনাল্ডো ও ফের্নান্দেসের সম্পর্ক নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন রয়েছে। দু’জনের মধ্যে সম্পর্ক নাকি খুব একটা ভাল না। উরুগুয়ের বিরুদ্ধে রোনাল্ডোর বদলে ফের্নান্দেসের নামে গোল দেওয়ায় কি সত্যিই গোসা করেছেন সিআর৭? সত্যিই কি অশান্তির আগুনের ফুলকি দেখা যাচ্ছে পর্তুগাল শিবিরে?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE