Advertisement
২৭ এপ্রিল ২০২৪
FIFA World Cup 2022

দ্বিতীয় পেনাল্টিতে কেন ব্যর্থ হ্যারি কেন? কী বলছেন ক্লাবের সতীর্থ ফ্রান্স অধিনায়ক

ফ্রান্সের অধিনায়কের সঙ্গে টটেনহ্যামে খেলেন হ্যারি কেন। লরিস তাঁর ঘনিষ্ঠ বন্ধু। লরিস জানিয়েছেন, তাঁরা পরস্পরকে খুব ভাল ভাবে জানেন। পেনাল্টি তাঁদের দু’জনের কাছেই বড় চ্যালেঞ্জ ছিল।

ফ্রান্সের বিরুদ্ধে পরাজয়ের পর হতাশ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন।

ফ্রান্সের বিরুদ্ধে পরাজয়ের পর হতাশ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ ২৩:০৬
Share: Save:

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ইংল্যান্ডের বিদায়ের জন্য অধিনায়ক হ্যারি কেনের ব্যর্থতাকেই দায়ী করছেন সকলে। হ্যারি কেন দ্বিতীয় পেনাল্টি নষ্ট করলেন কেন? তা নিয়ে নানা আলোচনা হচ্ছে। আসল কারণ জানিয়ে দিলেন হুগো লরিস।

ফ্রান্সের অধিনায়কের সঙ্গে টটেনহ্যামে খেলেন হ্যারি কেন। লরিসের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে। তবে কি ক্লাবের সতীর্থের বিরুদ্ধে পেনাল্টি মারতে গিয়ে চাপে পড়ে গিয়েছিলেন হ্যারি কেন? লরিস বলেছেন, ‘‘প্রথমত আমরা পরস্পরকে খুব ভাল ভাবে জানি। দু’জনের খেলাই দু’জনের কাছে নখদর্পনে। তাই পেনাল্টি আমাদের দু’জনের কাছেই বড় চ্যালেঞ্জ ছিল। ও যেভাবে মারে সে ভাবেই মেরেছে। প্রথমটায় গোল করেছে। ওর একটু বাঁ দিকে মারার প্রবণতা রয়েছে। সেটা জানতাম বলেই কিছু ডান দিকে সরে গিয়েও দ্বিতীয় বার বাঁ দিকেই ঝাঁপাই। হ্যারি কেনকে চাপে ফেলার জন্যই সেটা করেছিলাম। মনে হয় তাতেই একটু চাপে পড়ে যায়। তাই জোরে মারতে গিয়ে বাইরে মেরে দিয়েছে।’’

ম্যাচে দু’টি পেনাল্টি পেয়েছিল ইংল্যান্ড। দু’টি মারতে যান হ্যারি কেন। প্রথম বার সাফল্য পেলেও দ্বিতীয় বার ব্যর্থ হন। ফলে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ইংল্যান্ড। পরাজয়ের দায় মেনে নিয়ে ম্যাচের পর হ্যারি কেন বলেছিলেন, ‘‘নিজের প্রস্তুতিতে কখনও ফাঁক রাখি না। দ্বিতীয় বার পেনাল্টি মারতে যাওয়ার সময় আমার অন্যরকম কিছু মনে হয়নি। চাপও অনুভব করিনি। আত্মবিশ্বাসীই ছিলাম। তবু যা করতে চেয়েছিলাম, তা করতে পারিনি।’’

ক্লাবের সতীর্থের বিরুদ্ধে পেনাল্টি মারতে গিয়েই কি বিপত্তি? মানতে চাননি ইংল্যান্ড অধিনায়ক। হ্যারি কেন বলেছেন, ‘‘এই বিষয়টা নিয়ে চিন্তাই করিনি। কখনও এ সব নিয়ে ভাবিও না। ম্যাচে একটা পেনাল্টি পেলে নিজেকে যে ভাবে প্রস্তুত করি দু’টো পেনাল্টি পেলেও সে ভাবেই প্রস্তুত করি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE