Advertisement
০৪ অক্টোবর ২০২৩
Cristiano Ronaldo

পর্তুগালের নতুন কোচ কি মোরিনহো? রোনাল্ডোর প্রাক্তন গুরুকে দায়িত্বে আনার তোড়জোড় শুরু

নতুন কোচ নিয়োগ করার ব্যাপারে চমক দেখাতে পারে পর্তুগাল। শোনা যাচ্ছে, হোসে মোরিনহোকে কোচ হিসাবে নিয়োগ করা হতে পারে।

রোনাল্ডোদের কোচ কি মোরিনহো?

রোনাল্ডোদের কোচ কি মোরিনহো? ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ ২৩:০৯
Share: Save:

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। কোচ হিসাবেও মেয়াদ ফুরোতে চলেছে ফের্নান্দো সান্তোসের। তাঁকে সরিয়ে দেওয়ার ব্যাপারে মনস্থির করে ফেলেছে পর্তুগিজ ফুটবল সংস্থা। তবে নতুন কোচ নিয়োগ করার ব্যাপারে চমক দেখাতে পারে তারা। শোনা যাচ্ছে, হোসে মোরিনহোকে কোচ হিসাবে নিয়োগ করা হতে পারে।

ইটালির একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মোরিনহো এবং পর্তুগিজ ফুটবল সংস্থার সঙ্গে ইতিমধ্যেই বেশ কয়েক বার কথা হয়েছে। তবে একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। এই মুহূর্তে ইটালির ক্লাব এএস রোমার কোচ মোরিনহো। তিনি ক্লাব ছেড়ে পূর্ণ সময়ের জাতীয় দলের কোচ হতে রাজি নন। আংশিক সময়ের কোচ হিসাবে জাতীয় দলে কাজ করার ক্ষেত্রে তাঁর সম্মতি মিলেছে। পর্তুগিজ ফুটবল সংস্থা নাকি তাতেই রাজি। মোরিনহো নিজেও পর্তুগিজ হওয়ায় ফুটবলারদের সঙ্গে তাঁর সম্পর্ক ভাল। তা ছাড়া অতীতে তিনি রিয়াল মাদ্রিদে কোচিং করিয়েছেন, যখন সেই ক্লাবে খেলতেন রোনাল্ডো।

একই সঙ্গে ক্লাব এবং দেশের কোচিংয়ের নজির বিশেষ নেই। তবে অতীতে এই কাজ করেছেন কেভিন কিগান। ইংল্যান্ডের জাতীয় দলকে কোচিং করানোর পাশাপাশি তিনি ফুলহ্যামের কোচ ছিলেন। তবে মরসুম শেষ হওয়ার পর পাকাপাকি ভাবে জাতীয় দলের কোচ হয়ে যান। মোরিনহো এখনও সে রকম ইঙ্গিত দেননি।

মোরিনহোকে আনার পক্ষেই পর্তুগালের প্রাক্তন ফুটবলার মানিচ। তিনি বলেছেন, “মোরিনহো পর্তুগালের কোচ হওয়ার জন্য আদর্শ ব্যক্তি। যা অর্জন করেছেন জীবনে, সেটাই ওঁর সাফল্যের কথা বলে দিচ্ছে। অত্যন্ত অভিজ্ঞ এবং কঠিন সময় কাটিয়ে তোলার ব্যাপারে ওর জুড়ি নেই। কী ভাবে তরুণ ফুটবলারদের সঙ্গে আচরণ করতে হবে সেটা ভালই জানে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE