Advertisement
০৯ মে ২০২৪
FIFA World Cup 2022

সার্বিয়ার বিরুদ্ধে জিতল ব্রাজিল, কোন পথে এল জয়?

এ বারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল নেমারের ব্রাজিল। তাদের প্রতিপক্ষ সার্বিয়া। তারুণ্যে ভরা দল নিয়ে কাতার বিশ্বকাপে এসেছেন তিতে। ম্যাচে ২-০ জিতল ব্রাজিল।

ছবি: রয়টার্স

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২২ ০০:০২
Share: Save:

এ বারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমেছে নেমারের ব্রাজিল। তাদের প্রতিপক্ষ সার্বিয়া। তারুণ্যে ভরা দল নিয়ে কাতার বিশ্বকাপে এসেছেন তিতে। লিয়োনেল মেসির আর্জেন্টিনা প্রথম ম্যাচে জিততে পারেনি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল জিতেছে। নেমারের ব্রাজিল কি পারবে?

  • খেলা শেষ। প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ হারাল ব্রাজিল।
  • ৮০ মিনিট। আবার পোস্ট লেগে ফিরল বল। এ বার কাসেমিরোর শট। ব্যবধান বাড়াতে পারল না ব্রাজিল। তার পরেই রদ্রিগোর শট বাঁচিয়ে দিলেন গোলকিপার।
  • ৭৪ মিনিট। দুর্দান্ত গোল করলেন রিচার্লিসন। বাঁ দিক থেকে আউটস্টেপে বল ভাসিয়েছিলেন ভিনিসিয়াস। প্রথমে বল রিসিভ করে দুর্দান্ত সাইডভলিতে বল জালে জড়ালেন ব্রাজিলের ফুটবলার।
  • ৬৭ মিনিট। ব্রাজিলের আরও একটি গোলের সুযোগ নষ্ট। ভিনিসিয়াস সামনে একা পেয়েছিলেন গোলকিপারকে। কিন্তু শট মারার আগের মুহূর্তেই পিছলে পড়ে গেলেন তিনি।
  • ৬৩ মিনিট। অবশেষে স্বস্তি। রিচার্লিসনের গোলে এগিয়ে গেল ব্রাজিল। বক্সের মধ্যে নেমার এগিয়ে গিয়ে শট নেওয়ার চেষ্টা করছিলেন। তাঁর থেকে বল পেয়ে ভিনিসিয়াসের শট ঝাঁপিয়ে পড়ে বাঁচান গোলকিপার। ফিরতি বল গোলে ঠেলে দেন রিচার্লিসন।
  • ৬০ মিনিট। দূর থেকে বাঁ পায়ে অসাধারণ শট আলেক্স সান্দ্রোর। পোস্ট লেগে প্রতিহত বল। অল্পের জন্যে এগোনো হল না ব্রাজিলের।
  • ৫৩ মিনিট। অসাধারণ ট্যাকল পাভলোভিচের। হলুদ কার্ড দেখেছেন। তবু বক্সের মধ্যে নেমারকে নিখুঁত ট্যাকল করলেন। না হলে ব্রাজিলের প্রথম গোল হতেই পারত।
  • ৫০ মিনিট। আবার একটি দুর্দান্ত সুযোগ নষ্ট করলেন রাফিনহা। এ বারও গোলকিপারকে একা পেয়ে গোল করতে ব্যর্থ তিনি। বক্সের বাইরে থেকে নেমারের ফ্রিকিক ওয়ালে লেগে বেরিয়ে গেল।
  • বিরতি। এক টানা আক্রমণ করে এবং দু’-একটি সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ ব্রাজিল। সার্বিয়ার গোলের মুখ এখনও খুলতে পারল না তারা। কিছুতেই ভাঙা যাচ্ছে না সার্বিয়ার রক্ষণ।
  • ৪১ মিনিট। গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারলেন না ভিনিসিয়াস। বিপক্ষের পায়ে লেগে বল চলে গেল বাইরে। এখনও পর্যন্ত এটাই ম্যাচের সেরা সুযোগ।
  • ৩৭ মিনিট। সহজ একটি সুযোগ মিস করলেন রাফিনহা। গোলকিপারকে সামনে পেয়ে গিয়েছিলেন। পুরো গোলই তাঁর কাছে খোলা ছিল। কিন্তু সরাসরি গোলকিপারের হাতে বল জমা দিলেন। ভাল করে শটই মারতে পারেননি।
  • ৩৩ মিনিট। বার বার ফাউল করা হচ্ছে নেমারকে। ব্রাজিলের বাকি ফুটবলারদের বিরুদ্ধে শারীরিক সক্ষমতা দিয়ে আটকানোর চেষ্টা করছে সার্বিয়া।
  • ২৬ মিনিট। রক্ষণে একটা ত্রিভুজ তৈরি করে খেলার চেষ্টা করছে। তাতেই বার বার আটকে যাচ্ছেন ব্রাজিলের ফুটবলাররা। এখনও সার্বিয়ার রক্ষণ ভাঙতে পারেননি তারা।
  • ২০ মিনিট। একের পর এক আক্রমণ তুলে আনছে ব্রাজিল। কিন্তু ফাইনাল থার্ডে এসে বার বার আটকে যাচ্ছে তারা। ঠিকঠাক ফিনিশিং কিছুতেই হচ্ছে না। গোল তুলতে ব্রাজিলের সবচেয়ে আগে দরকার ফিনিশিং।
  • ১০ মিনিট। ব্রাজিলের আক্রমণের ঝড়। প্রতিপক্ষের পায়ে বল রাখতেই দিচ্ছে না তারা। কাসেমিরো, পাকুয়েতারা অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছেন। নেমারকে এখনও চোখে পড়েনি সে ভাবে।
  • ২ মিনিট। প্রথম একাদশে রিচার্লিসন, ভিনিসিয়াস, রাফিনহাকে রেখে কোচ তিতে বুঝিয়ে দিয়েছেন, তিনি আক্রণাত্মক ভঙ্গিতেই খেলতে চান। সঙ্গে নেমার তো রয়েছেনই।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

FIFA World Cup 2022 Neymar Brazil Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE