আমেরিকা, কানাডা ও মেস্কিকোয় ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু করল ফিফা। গ্রুপ পর্বের ম্যাচ টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ৬০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৫ হাজার ২৮৮। ফাইনালের টিকিটের দাম হতে পারে ৬ হাজার ৭১০ ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৫ লক্ষ ৯২ হাজার। বিশ্বফুটবলের নিয়ামক সংস্থা জানিয়েছে, চাহিদার ভিত্তিতে টিকিটের মূল্য বৃদ্ধি এবং হ্রাস পাবে।
প্রথম পর্যায়ে ১০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে টিকিট বিক্রি। চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথম পর্যায়ে এই 'প্রি-সেল' ড্রয়ে অংশ নিতে পারবেন ভিসা কার্ডধারীরা। তাঁদের আয়েজকদের ওয়েবসাইটে ‘ফিফা আইডি’-র মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে। তবে ড্রয়ে নাম উঠলেই যে টিকিট পাওয়া যাবে, তার কোনও নিশ্চয়তা নেই।
ফিফার টিকিটিং ও আতিথেয়তা বিভাগের পরিচালক ফাল্ক এলার জানিয়েছেন, এই প্রক্রিয়াটি মূলত বিমানের টিকিট বা হোটেল ভাড়ার মতো। যেখানে ছুটির মরসুমে চাহিদা বেড়ে গেলে দামও বৃদ্ধি পায়। আরও জানানো হয়েছে, পরবর্তী পর্যায়ে আরও কয়েকটিধাপে টিকিট বিক্রি হবে। পাশাপাশি চলতি বছরের মধ্যেই একটি অফিশিয়াল ‘রি-সেল’ প্ল্যাটফর্ম চালু করা হবে। যেখানে নিরাপদে টিকিট পুনরায় বিক্রি করা যাবে। কালোবাজারি রুখতেই টিকিটের দাম সীমাবদ্ধ রাখা হচ্ছে না।
৪৮ দলের ২০২৬ বিশ্বকাপের শুরু হচ্ছে ১১ জুন থেকে। উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকোয়। ফাইনাল ১৯ জুলাই নিউ ইয়র্কে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)