সাজার বিরুদ্ধে শেষ বারের মতো আবেদন করেছিলেন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোবিনহো। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে রোমের আদালত। ফলে ধর্ষণের দায়ে ৯ বছর জেলের সাজা খাটতেই হবে তাঁকে।
২০১৭ সালে রোবিনহোকে দোষী সাব্যস্ত করে ইতালির আদালত। সেই সঙ্গে তাঁর এক বন্ধু রিকার্ডো ফালকোকেও দোষী সাব্যস্ত করা হয়। তাঁদের ৯ বছরের সাজা দেওয়া হয়। তার পর থেকে সেই সাজার বিরুদ্ধে বার বার আবেদন করেছেন রোবিনহো। কিন্তু বার বার তা খারিজ হয়েছে। শেষ আবেদনও এ বার খারিজ। আর কোথাও আবেদন করতে পারবেন না তিনি। এ বার সাজা খাটতেই হবে তাঁকে।