উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে হারল লিভারপুল। গালাতাসারের বিরুদ্ধে মাত্র ১৬ মিনিটে গোল খাওয়ার পরে আর ঘুরে দাঁড়াতে পারল না আর্নে স্লটের দল।
পেনাল্টি থেকে গালাতাসারের হয়ে গোল করেন ভিক্টর ওসিমহে। তার পরে একাধিক সুযোগ পেয়েছিল লিভারপুল। কিন্তু গোল করতে পারেননি আলেকজ়ান্ডার ইসাকরা।
অন্য দিকে বেনফিকার বিরুদ্ধে ১-০ জিতল চেলসি। একেবারে অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জোয়াও পেদ্রো। চেলসি যদিও জেতে আত্মঘাতী গোলে। ১৮ মিনিটে রিচার্ড রিওস আত্মঘাতী গোল করে চেলসিকে এগিয়ে দেন।
বেনফিকা তার পর থেকে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। তবে চেলসিও একেবারে রক্ষণাত্মক ফুটবল উপহার দিয়েছে। এক সমর্থক লিখেছেন, ‘‘ম্যাচটি জিতলেও আমাদের আরও আগ্রাসন দেখানো উচিত ছিল।”
অন্য ম্যাচে প্যাফোস এফসির বিরুদ্ধ ৫-১ ব্যবধানে জিতল বায়ার্ন মিউনিখ। দুরন্ত ছন্দে থাকা হ্যারি কেনের জোড়া গোল। প্রথম গোল করেন ১৫ মিনিটে। পরের গোল ৩২ মিনিটে। রাফায়েল গুরেরো, নিকোলাস জ্যাকসন ও মাইকেল ওলিসে একটি করে গোল করেছেন। ম্যাচের পরে উচ্ছ্বসিত হ্যারি বলেছেন, “আমরা যে রকম খেলেছি, তাতে কাজটা অনেকটা সহজ হয়ে গিয়েছিল। প্রতিপক্ষকে সমীহ করেই বলছি, ওরা সেরা ছন্দের বায়ার্নের মুখোমুখি হয়েছিল।”
একই দিনে স্লাভিয়া প্রাহাকে ৩-০ গোলে হারাল ইন্টার মিলান। জোড়া গোল লাওতারো মার্তিনেসের। একটি গোল করেছেন ডেনজ়িল ডামফ্রিস। গত বার থেকেই দুরন্ত ছন্দে ইন্টার মিলান। এ বার কি তারা চ্যাম্পিয়ন্স লিগের খেতাব পাবে?
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)