হারের ধাক্কা ভুলে জয়ে ফিরল জার্মানি। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে প্রথম জয় পেল তারা। নর্দান আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে জার্মানি। অন্য ম্যাচে তুরস্ককে ৬-০ গোলে হারিয়েছে স্পেন।
আগের ম্যাচে স্লোভাকিয়ার কাছে ০-২ গোলে হেরেছিল জার্মানি। সেই ধাক্কা দ্বিতীয় ম্যাচে কাটিয়ে উঠেছেন জুলিয়ান নাগেলসম্যানের ছেলেরা। খেলা শুরুর ৭ মিনিটের মাথায় এগিয়ে যায় জার্মানি। সের্জি গ্যানাব্রির পাস থেকে গোল করেন বেইলি পিকক-ফারেল।
গোল খাওয়ার পর আক্রমণের ঝাঁজ বাড়ায় নর্দার্ন আয়ারল্যান্ড। সুযোগ তৈরি করতে থাকে তারা। জার্মানি কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে। তার খেসারত দিতে হয় তাদের। ৩৩ মিনিটের মাথায় কর্নার থেকে গোল করেন নর্দার্ন আয়ারল্যান্ডের ইসাক প্রাইস। ১-১ গোলে বিরতিতে যায় দু’দল।
দ্বিতীয়ার্ধে জার্মানির খেলায় আক্রমণ চোখে পড়ছিল। মরিয়া রক্ষণ করার চেষ্টা করছিল নর্দার্ন আয়ারল্যান্ড। তবে বেশি ক্ষণ সেটা করতে পারেনি তারা। ৬৯ মিনিটে ডেভিড রাউমের পাস থেকে গোল করেন নাদিয়েম আমিরি। তিন মিনিট পর দুর্দান্ত ফ্রিকিকে দলের তৃতীয় গোল করেন ফ্লোরিয়ান উইর্ৎজ়। ৩-১ গোলে এগিয়ে যায় জার্মানি। আর ফিরতে পারেনি নর্দার্ন আয়ারল্যান্ড। আগের ম্যাচে হারের পর এই জয় জার্মানির ফুটবলারদের আত্মবিশ্বাস অনেকটা বাড়াবে।
আরও পড়ুন:
বিশ্বফুটবলে দাপট অব্যাহত গত ইউরো কাপের চ্যাম্পিয়ন স্পেনের। তুরস্কের বিরুদ্ধে বড় জয় পেয়েছে তারা। ম্যাচের ৬ মিনিটে প্রথম গোল করেন পেদ্রি। ২২ মিনিটে ব্যবধান বাড়ান মিকেল মেরিনো। বিরতির ঠিক আগে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন মেরিনো।
দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটের মাথায় নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেরিনো। এক মিনিট পরেই স্পেনের পাঁচ নম্বর গোল করেন ফেরান টোরেস। ৬২ মিনিটে দলের ষষ্ঠ ও নিজের দ্বিতীয় গোল করেন পেদ্রি। গোলসংখ্যা বাড়ানোর সুযোগ পেলেও তার পর আর গোল হয়নি।
গোল করতে না পারলেও নজর কেড়েছেন মিকেল ওয়্যারজ়াবাল ও লামিন ইয়ামাল। ওয়্যালজ়াবাল তিনটি ও ইয়ামাল দু’টি গোলে অ্যাসিস্ট করেছেন। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে পর পর দু’ম্যাচ জিতল স্পেন। অন্য দিকে প্রতিযোগিতায় প্রথম হারের সম্মুখীন হল তুরস্ক।