বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর পাঁচ মাস বাকি। আরও একটি দেশ খেলার যোগ্যতা অর্জন করে ফেলল। পঞ্চম বারের জন্য বিশ্বকাপের ছাড়পত্র পেল ঘানা।
আফ্রিকার যোগ্যতা অর্জন পর্বে ঘানা ১-০ গোলে হারায় কোমোরোসকে। এটিই গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ ছিল। ১০ ম্যাচে ২৫ পয়েন্টে শেষ করল তারা। আফ্রিকার পঞ্চম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপ খেলবে তারা।
এই নিয়ে মোট ২১টি দেশের টিকিট পাকা হল বিশ্বকাপে। আয়োজক দেশ হিসাবে কানাডা, মেক্সিকো, আমেরিকা খেলবে। আফ্রিকা থেকে ঘানা ছাড়াও যোগ্যতা অর্জন করেছে মরক্কো, তিউনিসিয়া, মিশর, আলজেরিয়া। এশিয়া থেকে টিকিট পেয়েছে উজ়বেকিস্তান, দক্ষিণ কোরিয়া, জর্ডন, অস্ট্রেলিয়া, ইরান, জাপান। এর মধ্যে জর্ডন এবং উজ়বেকিস্তান এই প্রথম বিশ্বকাপে খেলবে। লাতিন আমেরিকা থেকে জায়গা পেয়েছে আর্জেন্তিনা, ইকুয়েডর, ব্রাজ়িল, উরুগুয়ে, প্যারাগুয়ে, কলম্বিয়া। ওশেনিয়া থেকে খেলবে নিউ জ়িল্যান্ড। ইউরোপ থেকে এখনও কোনও দল যোগ্যতা অর্জন করেনি। সেখান থেকে সরাসরি ১৬টি দল যোগ্যতা অর্জন করবে।
সব মিলিয়ে ২১টি দেশের খেলা নিশ্চিত হয়েছে। এখনও বাকি ২৭টিজায়গা। এই ২৭টি জায়গার জন্য এখনও লড়াইয়ে রয়েছে ৭৬টি দেশ। ১১২টি দেশ ইতিমধ্যেই বিদায় নিয়েছে।